This Article is From Jul 26, 2018

প্রতি পোস্ট পিছু $1 মিলিয়ন পান এই সেলিব্রিটি। আপনিও চিনে রাখুন

HopperHQ 2018 সালের ইনস্টাগ্রাম মারফৎ ধনী ব্যক্তির তালিকায় সর্বাগ্রে স্থান পেয়েছে কেইল জেনার। যিনি প্রত্যেক পোস্ট থেকে প্রায় এক মিলিয়ন ইউএস ডলার পর্যন্ত দাবী করেন।

প্রতি পোস্ট পিছু $1 মিলিয়ন পান এই সেলিব্রিটি। আপনিও চিনে রাখুন

ইনস্টাগ্রামে কেইল জেনারের শেয়ার করা ছবি।

সোশ্যাল মিডিয়া দিন দিন একজন মানুষকে কী কিনতে হবে আর কী কিনতে হবে না এই বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া শুরু করেছে আর এক্ষেত্রে সেলিব্রিটিদের একটা বড় ভূমিকা আমাদের চোখে পড়েছে।

অভিনেতা, মডেল, খেলোয়াড় প্রমুখ বিভিন্ন সেলিব্রিটিকে সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ ফলো করেন।

ইনস্টাগ্রাম শিডিউলার HopperHQ 2018 সালে ইনস্টাগ্রাম মারফৎ কে কত টাকা আয় করছে তার একটা তালিকা প্রকাশ করেছে।

তাঁরা কোন অ্যাকাউন্টে কত ফলোয়ার, প্রতি পোস্ট কতজন মানুষের কাছে পৌঁছয় এবং কে কত ঘন ঘন পোস্ট করে তার একটা তালিকা প্রস্তুত করেছে।

HopperHQ 2018 সালের ইনস্টাগ্রাম মারফৎ ধনী ব্যক্তির তালিকায় সর্বাগ্রে স্থান পেয়েছে কেইল জেনার। যিনি প্রত্যেক পোস্ট থেকে প্রায় এক মিলিয়ন ইউএস ডলার পর্যন্ত দাবী করেন। জেনার একটা প্রসাধনী সাম্রাজ্যের কর্ণধার যা বিশ্বব্যাপী অত্যন্ত বিখ্যাত। তার পরেই চতুর্থ স্থান পেয়েছেন কিম কারডাশিয়ান।

 

A post shared by Kylie (@kyliejenner) on

গত বছর সেলেনা গোমস দ্বিতীয় স্থান লাভ করেছিলেন এবং প্রতি পোস্ট পিছু তাঁর আয় ছিল  800,000 ইউএস ডলার।

এই তালিকার অন্যান্য সেলিব্রিটিরা হলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, বিয়োন্স, ড্বেইন জনসন, জাস্টিন বিবার প্রমুখ।

ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি 17 তম স্থানে আছেন এবং প্রতি পোস্ট পিছু 120,000 ইউএস ডলার আয় করেন।

 

A post shared by Virat Kohli (@virat.kohli) on

 

কোহলি সাধারণ তালিকায় 17 তম স্থানে থাকলেও ক্রীড়া বিভাগে তিনি নবম স্থান লাভ করেছেন।

সাম্প্রতিক একটা ফোর্বস রিপোর্টে জানানো হয়েছে, 20 বছরের কেইল জেনার ইউএস-এর কনিষ্ঠতম সেলফ-মেড বিলিয়নেয়ারের শিরোপা শীঘ্রই অর্জন করতে চলেছেন।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)Click for more trending news


.