Read in English
This Article is From Jan 01, 2020

সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তালিকায় সবার নীচে কলকাতা! শীর্ষে কোন শহর?

এই তালিকা কলকাতার (Kolkata) জন্য বয়ে আনছে লজ্জা। কেন্দ্রীয় সরকারের পরিচ্ছন্নতার এই সমীক্ষা অনুযায়ী, দ্বিতীয় ত্রৈমাসিকের তালিকার একেবারে শেষে কলকাতা!

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

১০ লক্ষের বেশি মানুষের বসবাস, এমন শহরের মধ্যে এই তালিকা তৈরি হয়েছে।

New Delhi:

টানা চারবার দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের (India's Cleanest City) তালিকায় প্রথম স্থান ধরে রাখল ইন্দোর। ১০ লক্ষের বেশি মানুষের বসবাস, এমন শহরের মধ্যে এই তালিকা তৈরি হয়েছে। পাশাপাশি এই তালিকা কলকাতার (Kolkata) জন্য বয়ে আনছে লজ্জা। কেন্দ্রীয় সরকারের পরিচ্ছন্নতার এই সমীক্ষা অনুযায়ী, দ্বিতীয় ত্রৈমাসিকের হিসেবে তালিকার একেবারে শেষে রয়েছে কলকাতা! ‘স্বচ্ছ সার্ভেক্ষণ লিগ ২০২০'-র হিসেব অনুযায়ী প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল থেকে জুন) ভোপাল দ্বিতীয় স্থান‌ে। পরের ত্রৈমাসিকের হিসেবে (জুলাই থেকে সেপ্টেম্বর) দ্বিতীয় স্থানে রয়েছে রাজকোট। প্রথম ত্রৈমাসিকে তৃতীয় সুরাত। পরের ত্রৈমাসিকে সেই স্থানে নবি মুম্বই। 

দ্বিতীয় ত্রৈমাসিকে ভদোদরা রয়েছে চতুর্থ স্থানে। তারপরেই ভোপাল, আমেদাবাদ, নাসিক, গ্রেটার মুম্বই, এলাহাবাদ ও লখনউ।

দ্বিতীয় ত্রৈমাসিকে ক্যান্টনমেন্ট বোর্ডের তালিকায় প্রথমেই রয়েছে দিল্লি ক্যান্টনমেন্ট। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ঝাঁসি ক্যান্টনমেন্ট ও জলন্ধর ক্যান্টনমেন্ট।// ক্যান্টনমেন্ট বোর্ডের তালিকায় হায়দরাবাদ সবচেয়ে নীচে। 

Advertisement

Advertisement