This Article is From Feb 14, 2020

টেলিকমের কর্তার চিঠিতে ক্ষুব্ধ শীর্ষ আদালত, দেশ ছাড়ার কথা বললেন বিচারপতি

শীর্ষ আদালত সমন পাঠিয়েছে ওই আধিকারিককে। বিচারপতি অরুণ মিশ্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘আমরা কি সুপ্রিম কোর্ট বন্ধ করে দেব?

টেলিকমের কর্তার চিঠিতে ক্ষুব্ধ শীর্ষ আদালত, দেশ ছাড়ার কথা বললেন বিচারপতি

ক্ষুব্ধ হয়ে দেশ ছাড়ার কথা বলেন শীর্ষ আদালতের বিচারপতি।

হাইলাইটস

  • ডিরেক্টরেট অফ টেলিকমের এক কর্তাকে ভর্ৎসনা শীর্ষ আদালতের
  • ক্ষুব্ধ বিচারপতি বলেন, ‘‘আমরা কি সুপ্রিম কোর্ট বন্ধ করে দেব?’’
  • সুপ্রিম কোর্ট সরকারকে নির্দেশ দিয়েছে ওই আধিকারিককে আদালতে আনার
নয়াদিল্লি:

এক ডেস্ক আধিকারিকের চিঠিতে টেলিকম সংস্থাগুলি বকেয়া না মেটালেও তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না করার কথা বলা হয়েছে। সেই চিঠিকে কেন্দ্র করে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালতের নির্দেশের পরেও পাওনা না মেটানোয় টেলিকম সংস্থাগুলিকেও তীব্র ভর্ৎসনা করা হল। শীর্ষ আদালত সমন পাঠিয়েছে ওই আধিকারিককে। বিচারপতি অরুণ মিশ্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘আমরা কি সুপ্রিম কোর্ট বন্ধ করে দেব? এক ডেস্ক আধিকারিক নিজেকে বিচারপতি ভেবে স্থগিতাদেশ জারি করেছেন। কে এই ডেস্ক আধিকারিক? একজন ডেস্ক আধিকারিক বলছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কড়া ‌পদক্ষেপ করা হবে না? কী করে আমাদের নির্দেশকে স্থগিতাদেশ দেওয়া হল?''

hi6vhcio

তিনি আরও বলেন, ‘‘দেশে কোনও আইন বেঁচে নেই। এই দেশে আর বসবাস না করাই ভাল। বরং দেশ ছেড়ে দেওয়া উচিত। আমি মর্মাহত। আমি মনে করে এই আদালতে আমার কাজ করা উচিত নয়।''

আদালত যে চিঠির কথা জানিয়েছে, তা লেখা হয়েছিল গত মাসে। চিঠিতে স্বাক্ষর রয়েছে ডিরেক্টরেট অফ টেলিকমের এক কর্তা মন্দার দেশপাণ্ডের।

সুপ্রিম কোর্ট সরকারকে নির্দেশ দিয়েছে ওই আধিকারিককে আদালতে আসতে বলার জন্য। 

.