This Article is From Nov 21, 2018

দীপিকাকে ভুলে যান, দেখুন মিষ্টি বরফ বউকে

জাস্সু বলেন, ‘‘আমরা বরফ নারীকে একটু ঐতিহ্যবাহী সাজে সাজাতে চেয়েছিলাম।’’

দীপিকাকে ভুলে যান,  দেখুন মিষ্টি বরফ বউকে

সাদ্দি জুলিয়েট

রণভীর ও দীপিকার বিয়ের ছবি দেখে দেখে শেষ করে ফেলেছেন নিশ্চয়ই। এ বার দেখুন লেটেস্ট ইন্টারনেট সেনশেসন বউকে, নাম সাদ্দি জুলিয়েট (আমার জুলিয়েট)। তার গলায় সোনার গয়না। দীঘল চোখের পাতা, আর কনের সাজের লাল ওড়না— এই কানাডিয় বরফ মানুষকে কিন্তু দারুণ দেখতে। আর শেষ ক'দিন ধরে ইনি ইন্টারনেটে ভাইরালও।

চরম সত্যের মুখোমুখি রোদ্দুর, মায়ের মুখে শুনল সে অন্য কারও ছেলে

ব্লগ টু এর মতে এই দেশি বরফ নারীকে তৈরি করেছেন ব্রাম্পটনের বাসিন্দা জাস্সু কিংড়া। ‘‘আমার বন্ধু ভারতে থেকে এসেছিল। আর এটা ব্রাম্পটনে ওর প্রথম শীত।'' বলেন জাস্সু। ‘‘ও আমায় বলে বরফ মানুষ বানাবে। আমি ওকে তাই বাড়িতে ডাকি।'' বলেন তিনি।

জন্মদিনে এমন কাজ করলেন আবির, ভাবতেও পারবেন না

জাস্সুর দুই মেয়ে ১৫ বছরের নভী ও ৯ বছরের বিনিকে সঙ্গে নিয়ে তিনি সাদ্দি জুলিয়েট বানান। সেই ছবিই পাঁচ দিন আগে ইন্সটাগ্রামে শেয়ার করেন জাস্সু।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by J's Beauty Canvas (@_jbeautycanvas) on

ইশা নামে এক টুইটার ব্যবহারকারী ছবিটি শেয়ার করার পরে সেটি ভাইরাল হয়।

টুইটটি ৮৬০০০ লাইক পায় এবং ২১০০০ বার রিটুইট করা হয়। সঙ্গে অসংখ্য প্রশংসাসূচক মন্তব্য। ইশা বরফ নারীকে ফারাহ দ্য স্নো জাট্টি বলে শেয়ার করলেও অনেকে অন্য নাম দেন এর। ফ্রস্টিন্ডার ও বরফজিৎ কৌরও তার মধ্যে ছিল।

জাস্সু বলেন, ‘‘আমরা বরফ নারীকে একটু ঐতিহ্যবাহী সাজে সাজাতে চেয়েছিলাম।'' সঙ্গে হিন্ট দেন হয়তো এক জুড়িদারও বানানো হতে পারে।

আমরা অপেক্ষায় রইলাম।

বিনোদনের আরও খবর দেখুন এখানে

 

Click for more trending news


.