This Article is From Aug 02, 2019

কীসের টানে প্রতিবছর এই শহরে বেড়াতে আসেন ১ লক্ষ পর্যটক?

জানেন কি, প্রতিবছর ১ লক্ষ পর্যটক পা রাখেন  অস্ট্রেলিয়ার হলস্টনে? জানতে ইচ্ছে করছে কিসের টানে?

কীসের টানে প্রতিবছর এই শহরে বেড়াতে আসেন ১ লক্ষ পর্যটক?

হলস্টটে প্রতিবছর ১ লক্ষ পর্যটক বেড়াতে আসেন

পায়ের তলায় সর্ষে যাঁদের তাঁরা সুযোগ পেলেই ঝোলা কাঁধে বেড়িয়ে পড়েন এদিক-সেদিক। কেউ চলে যান পাহাড়ে। কেউ সময় কাটান সি-বিচে। জানেন কি, প্রতিবছর ১ লক্ষ পর্যটক পা রাখেন  অস্ট্রেলিয়ার হলস্টটে (Hallstatt)? জানতে ইচ্ছে করছে কিসের টানে? বিবিসি-র এক সমীক্ষা জানাচ্ছে, অস্ট্রেলীয় আল্পস (Austrian Alps) বলে খ্যাত এই শৈল শহরের সৌন্দর্য নাকি অবর্ণনীয় (town so beautiful)। তাই দেখতেই ভিড় জমান সবাই মাত্র ৮০০ মানুষের বাস এই শহরটিতে। সমীক্ষা আরও বলছে, গত ১০ বছর ধরে নাকি এই ট্রেন্ড ধরে রেখেছে হলস্টট! তাই শহরটি বিশ্বের প্রাচীন ঐতিহ্যপূর্ণ শহরের তকমা (World Heritage Site) ইতিমধ্যেই পেয়ে গেছে।আ র নিজস্বী বিলাসী যাঁরা তাঁদের কাছে নাকি এই জায়গা স্বর্গ সমান। তাই এখানে পা রেখেেই নাকি পর্যটকদের প্রথম কাজ সেলফি তোলা।   

Watch Video: রানাঘাটের স্টেশনে অনবদ্য ‘এক প্যায়ার কা নাগমা'! গান গেয়ে ভাইরাল এই মহিলা

খবর, পর্যটকদের বেশির ভাগই নাকি আসেন চিন থেকে। ২০১২-য় তাই চিন নিজের থেকেই চার্চ এবং মেন স্ক্যোয়ার সহ একটি রেপ্লিকা বানিয়ে দিয়েছে নিজের থেকে।

পর্যটকদের এই ঢল শহরের পর্যটন শিল্পকে অর্থনৈতিক দিক থেকে চাঙা করলেও নাকি এত মানুষের ভিড়ে দম বন্ধ হয়ে আসছে বাসিন্দাদের। ফলে, তাঁরা খুশি নন মানুষের এই জমায়েতে।

যদিও হলস্টটের মেয়র জানিয়েছেন, "আমরা খুশি পর্যটকদের এই ভিড়ে। কারণ, এতে আমরা অর্থনৈতিক দিক থেকে আরও সমৃদ্ধ হচ্ছি। আরও সুন্দর করে সাজাতে পারছি আমাদের শহরকে। যাতে আরও বেশি পর্যটক আসেন। একই সঙ্গে উন্নতি হচ্ছে শহরেরও। " 

ভারত এবং পাকিস্তানের এক সমকামী দম্পতির ছবি জিতল ট্যুইটার দুনিয়ার মন

একই সঙ্গে তাঁর অভিযোগ, অল্প সময়ের জন্য যাঁরা বেড়াতে আসেন তাঁরা শহরটিকে বড় নোংরা করে রেখএ দিয়ে যান। এটা ঠিক নয়।

.