পোষ্যর সঙ্গে মনের সুখে নেচে চলেছে সেই কিশোরী।
সামাজিক দূরত্ব বজায় রেখে একাকীত্বে ভুগছেন। দেখুন তো এই ভিডিও (A Twitter viral video) আপনার মনকে সতেজ করে কিনা? সাম্প্রতিক এক ভিডিওতে দেখা গিয়েছে নিজের পোষ্যকে জড়িয়ে নাচছে এক কিশোরী (A Girl Dancing with her dog)। আতঙ্ক, সংক্রমণ, হোম কোয়ারান্টাইন--এসব কিছুই দাগ কাটতে পারেনি সেই কিশোরীর মনে। প্রিয় মানুষ ওটিসকে সামনে পেয়ে তাই নেচে সস্ময় কাটাচ্ছে সেই মেয়ে। ক্যারি লেভান নামে এক অধ্যাপক সম্প্রতি তাঁর ছোট মেয়ের এই নাচের ভিডিও সোশাল সাইটে শেয়ার করেন। সেই ভিডিওতে দেখা গিয়েছে লেভানের বাড়ির পোষ্য সারমেয় ওটিস, সেই কিশোরীর থেকে দৈর্ঘ্য ও প্রস্থে বিরাট। কিন্তু তাতেও হাল ছাড়তে নারাজ সেই মেয়ে। কোনওভাবে ওটিসকে জড়িয়ে নেচে চলেছে সে। সেই ভিডিও পোস্ট করে লেভান লিখেছেন, যদি মনে হয় জীবন থেকে হাসি উবে গিয়েছে, তাহলে আমার মেয়ের কীর্তি দেখতে পারেন।
পোস্টের দু'দিনের মধ্যেই টুইটারে প্রায় ৫ লক্ষ ভিউ ও ৩ লক্ষ লাইক পেয়েছে সেই ভিডিও। অনেক নেটিজেন লেভানকে ধন্যবাদ দিয়ে সেই সারমেয়র শারীরিক গঠন নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। একজন তো প্রশ্ন করে বসেন, "আপনি নিশ্চিত ওটিস ভাল্লুক না?"