Read in English
This Article is From Sep 18, 2019

Sardar Sarovar dam: ‘‘মোদির জন্মদিন বহু মানুষের কাছে ধিক্কার দিবস,’’ জানালেন মেধা পটেকরের

মেধার বক্তব্য, প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে যে উদযাপন, তা যেন সর্দার সরোবর বাঁধ প্রকল্পের ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দুরবস্থাকে ঢেকে দিচ্ছে।

Advertisement
অল ইন্ডিয়া Translated By

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ও তাঁর সমর্থকদের উদ্দেশে ক্ষোভ উগরে দিলেন সমাজকর্মী মেধা পটেকর।

ভোপাল:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ও তাঁর সমর্থকদের উদ্দেশে ক্ষোভ উগরে দিলেন সমাজকর্মী মেধা পটেকর (Medha Patkar)। দীর্ঘদিন ‘নর্মদা বাঁচাও' আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন মেধা। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রীর জন্মদিন পালনকে কেন্দ্র করে যে উদযাপন, তা যেন সর্দার সরোবর বাঁধ (Sardar Sarovar Dam) প্রকল্পের ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দুরবস্থাকে ঢেকে দিচ্ছে। মেধার অভিযোগ, গুজরাত সরকার সর্দার সরোবর বাঁধের উচ্চতা বাড়িয়ে ১৩৮.৬৮ মিটার করার পর মধ্যপ্রদেশের তিনটি জেলা ধর, বারওয়ানি ও আলিরাজপুরের ১৯২টি গ্রাম জলবন্দি হয়ে পড়ে। সংবাদ সংস্থা আইএএনএসকে তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী মোদির জন্মদিনকে পালন করা হচ্ছে উৎসবের মতো। কিন্তু ক্ষতিগ্রস্ত মানুষদের এখন পুনর্বাসন দেওয়া হয়নি। বাঁধের জলস্তর বাড়ানো হল কেননা মোদির জন্মদিন পড়েছে ১৭ সেপ্টেম্বর।''

PM Modi Birthday: ‘‘প্রকৃতি আমাদের কাছে আরাধ্য'' বললেন প্রধানমন্ত্রী

মেধা আরও অভিযোগ করেন, বাঁধের কারণে ক্ষতিগ্রস্ত মানুষরা সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও ক্ষতিপূরণ পাননি। তিনি বলেন, মধ্যপ্রদেশ সরকার এখনও গুজরাত সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ ১,৮৫৭ কোটি টাকা পাননি।

Advertisement

এজন্য মেধা মধ্যপ্রদেশের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের বিজেপি সরকারকে দায়ী করেন। তিনি বলেন, ‘‘শিবরাজ সরকার দাবি করেছে, তারা পুনর্বাসন প্রকল্প সম্পূর্ণ করে জিরো-ব্যালান্স এভিডেভিট জমা করেছেন। এটা ঠিক নয়। এর দ্বারা তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির অধিকারকে ছিনিয়ে নিয়েছে।''

হনুমানকে ১.২৫ কেজির সোনার মুকুট কেন উৎসর্গ করলেন মোদি-ভক্ত?

Advertisement

গুজরাত সরকারকে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার জন্য দায়ী করে তিনি বলেন, ‘‘রূপানি সরকার এর আগে বলেছিল ১৫ অক্টোবরের মধ্যে বাঁধ ভর্তি হবে। পরে নতুন তারিখ দেওয়া হয় ৩০ সেপ্টেম্বর। কিন্তু কী করে বাঁধ ভরে গেল মোদির জন্মদিন ১৭ সেপ্টেম্বরের ঠিক আগে। এটা পরিষ্কার যে এদের কাছে সংবিধানের কোনও মূল্য নেই। হাজার হাজার মানুষ ডুবে যাচ্ছে কিন্তু একজন মানুষের জন্য বাঁধ ভরিয়ে ফেলা হল।''

তিনি আরও বলেন, ‘‘সর্দার সরোবর আন্তঃরাজ্য প্রকল্প। তাহলে কেন মধ্যপ্রদেশকে বঞ্চিত করা হল? শিবরাজ সিংহ সরকার মোদি ও গুজরাত সরকারের কাছে আত্মসমর্পণ করেছে। তারা নিজেদের রাজ্য সম্পর্কেই কখনও সত্যি কথা বলেনি।''

Advertisement

তিনি বলেন বাঁধের জলস্তর বাড়ার ফলে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ১৯২ ক্ষতিগ্রস্ত গ্রামের মানুষ মোদির জন্মদিনকে ‘ধিক্কার দিবস' হিসেবে দেখছেন বলে জানান মেধা।

Advertisement