This Article is From Aug 08, 2018

চা শ্রমিকদের ধর্মঘট দ্বিতীয় দিনে পড়ল

দৈনিক মজুরি বাড়ানোর সহ আরও কয়েকটি দাবিকে সামনে রেখে তিন দিনের ধর্মঘট করেছেন শ্রমিকরা।

চা শ্রমিকদের ধর্মঘট দ্বিতীয় দিনে পড়ল

শ্রমিকদের দৈনিক মজুরি এখন 169 টাকা।

কলকাতা:

মজুরি বাড়ানোর দাবিতে ডাকা চা শ্রমিকদের ধর্মঘট দ্বিতীয় দিনে পড়ল। দৈনিক মজুরি বাড়ানো সহ আরও কয়েকটি দাবিকে সামনে রেখে তিন দিনের ধর্মঘট করেছেন শ্রমিকরা। দার্জিলিং সহ কয়েকটি জায়গায় ধর্মঘটের বেশ কিছুটা প্রভাব পড়েছে। তবে  এখনও পর্যন্ত উৎপাদন বন্ধ  হয়নি। কিন্ত দাবি মানা না হলে আরও বড় আন্দোলনে যাওয়ার কথা ভাবছেন শ্রমিকরা। সেক্ষেত্রে পরবর্তী সময়ে উৎপাদন ব্যহত হওয়ার অশাঙ্কা থাকছে।       

ধর্মঘটী সংগঠনের তরফে অলোক চক্রবর্তী সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন 370টি বাগানের চার লাখ শ্রমিক ধর্মঘটে অংশ নিয়েছেন। শ্রমিকদের দৈনিক মজুরি এখন 169 টাকা। সেটা বাড়িয়ে 203 টাকা করার দাবিতেই ডাকা হয়েছে ধর্মঘট।  

চা শ্রমিকদের সমস্যা দীর্ঘদিনের। মজুরি বাড়ানো থেকে শুরু করে জীবনযাত্রার মান উন্নত করার দাবিতে আন্দলোন চলছে বেশ কয়েক দশক ধরে। রুগণ হয়ে যাওয়া অনেক চা বাগান অধিগ্রহণের দাবিও উঠছে বেশ কয়েক বছর। কিন্তু সেভাবে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। এরই মধ্যে নতুন করে মজুরি বৃদ্ধির দাবি উঠল। প্রথম থেকেই বিভিন্ন শ্রমিক সংগঠনকে পাশে পেয়েছেন চা শ্রমিকরা। রাজ্যের শাসকদলও শ্রমিকদের সমস্যা সমাধান করতে উদ্যোগ নিয়েছে। রাজ্যের মন্ত্রী গৌতম দেব জানিয়েছেন শ্রমিকদের সমস্যা সম্পর্কে আমরা সহনাভূতিশীল। কীভাবে পরিস্থিতি মোকাবিলা কর যায় তা আমরা দেখছি। বাগান মালিকদের সঙ্গে কথা বলে সমাধান সূত্র বের করার চেষ্টাও হচ্ছে।

 

.