This Article is From Feb 20, 2020

ক্রেন ভেঙে তিন সহকারী পরিচালকের মৃত্যু, আহত ৯ জন

শুটিং চলাকালীন ক্রেন ভেঙে পড়ায় ঘটে এই বিপর্যয়। ছবির শুটিং চলছিল চেন্নাইয়ের কাছে অবস্থিত ইভিপি ফিল্ম সিটি-তে।  এই ঘটনার জেরে আহত হয়েছেন আরও ৯ জন

ক্রেন ভেঙে তিন সহকারী পরিচালকের মৃত্যু, আহত ৯ জন

কমল হাসানের (Kamal Haasan) ছবি 'ইন্ডিয়ান ২'-এর (Indian 2) শুটিং চলাকালীন মারা যান এই তিন জন পরিচালক

হাইলাইটস

  • ছবির শুটিং চলছিল চেন্নাইয়ের কাছে অবস্থিত ইভিপি ফিল্ম সিটি-তে
  • ই ঘটনার জেরে আহত হয়েছেন আরও ৯ জন
  • টিং চলাকালীন আলোকসজ্জার কাজে ব্যস্ত ছিলেন এই তিনজন পরিচালক
চেন্নাই:

কমল হাসানের (Kamal Haasan) ছবি 'ইন্ডিয়ান ২'-এর (Indian 2) শুটিং চলাকালীন মারা যান তিন জন পরিচালক। এরা তিনজনেই ছিলেন ছবিটির সহকারী পরিচালক। শুটিং চলাকালীন ক্রেন ভেঙে পড়ায় ঘটে এই বিপর্যয়। ছবির শুটিং চলছিল চেন্নাইয়ের কাছে অবস্থিত ইভিপি ফিল্ম সিটি-তে।  এই ঘটনার জেরে আহত হয়েছেন আরও ৯ জন।  

পুলিশ সূত্র থেকে NDTV-কে দেওয়া সাক্ষাৎকার অনুসারে, ''ঘটনাটি ঘটে বুধবার রাত ৯:৩০ টা নাগাদ। শুটিং চলাকালীন আলোকসজ্জার কাজে ব্যস্ত ছিলেন এই তিনজন পরিচালক। তারা ক্রেনের ওপরে স্থিত একটি বক্সে বসেছিলেন।  সেখান থেকে পড়ে যাওয়ায় তাদের মৃত্যুর কারণ। '' প্রাথমিক  গেছে।    

১৯৯৬ সালে মুক্তি প্রাপ্ত কমল হাসান অভিনীত 'ইন্ডিয়ান' ছবির সিক্যুয়াল তৈরি করছেন পরিচালক শঙ্কর।  তবে এই ঘটনা ঘটার সময় পরিচালক ঘটনাস্থলে ছিলেন কিনা, তা নিয়ে এখনও পর্যন্ত সঠিক কিছু জানা যায়নি।  

তদন্তের সময় জানা যায়, ''কমল হাসান সেই সময় এই  কমপ্লেক্স-এর মধ্যে থাকলেও তিনি ঘটনাস্থলে ছিলেন না।  তিনি ছিলেন অন্যত্র।''

কমল হাসান জানিয়েছেন, ''এটি একটি ভয়ংকর ঘটনা। আমায় আমার তিন সহকর্মীকে হারালাম। আমি খুবই আহত, কিন্তু ওদের পরিবারের কথা ভেবে আমি আরও বেশি বিপর্যস্ত বোধ করছি।  তাদের দুঃখ ভাগ করে নেওয়ার জন্য আমি অবশ্যই তাদের পাশে থাকব।  আমার সমবেদনা তাদের সাথেই আছে।''

 ইন্ডিয়ান ২- একেবারেই অ্যাকশন থ্রিলার। পরের বছর তামিলনাড়ু-তে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগেই কমল হাসানের এই ছবি দর্শকদের কতটা মন ভেজাবে সেটাই দেখার। 

.