পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ।
কলকাতা:
হাতের আঘাত সারাতে এসে বিধান নগরের একটি হাসপাতালের ম্যানেজারের গায়ে হাত তোলা এবং ভাঙচুরের অভিযোগে গ্রেফতার তিন পড়ুয়া। পুলিশের দাবি অপ্রকৃতস্থ অবাস্থায় হাসপাতালে ঢুকে পড়ে এই তিন জন। তাদের মধ্যে একজনের হাতে আঘাত লেগেছিল।তার চিকিৎসা করাতেই হাসপাতালে এসেছিল ওই তিন জন। কিন্তু আঘাতের ধরন সন্দেহজনক হওয়ায় পুলিশেরে সঙ্গে যোগাযোগ করে হাসপাতাল।
এতেই রেগে গিয়ে ম্যানেজারকে মারধর করতে শুরু করে শহরের একটি ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের পড়ুয়ারা। এরপর হাসপাতালে ভাঙচুর শুরু করে। তবে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে হাসপাতালের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। গ্রেফতার করা হয় পড়ুয়াদের।