This Article is From May 25, 2018

তিন ঘণ্টার চেষ্টায় কুয়োর ভিতর থেকে উদ্ধার হল তিনটে ভাল্লুক

একটা শুকনো কুয়োর ভিতর থেকে তিন-ঘণ্টার চেষ্টায় তাদের উদ্ধার করা গেছে বলে আধিকারিকরা জানান।

তিন ঘণ্টার চেষ্টায় কুয়োর ভিতর থেকে উদ্ধার হল তিনটে ভাল্লুক

তিন ঘণ্টার চেষ্টায় তাঁরা ওই ভাল্লুকদের উদ্ধার করেন (প্রতীকী)

নবরংপুর, উড়িষ্যা:

বৃহস্পতিবার বন দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, নবরংপুর জেলার পাদালগুড়া গ্রামে দুই শাবক সহ তিন ভাল্লুককে বন দপ্তরের কর্মীরা একটা কুয়োর ভিতরের থেকে উদ্ধার করেছেন।

একটা শুকনো কুয়োর ভিতর থেকে তিন-ঘণ্টার চেষ্টায় তাদের উদ্ধার করা গেছে বলে আধিকারিকরা জানান।

 তাঁরা জানান, বৃহস্পতিবার সেই ভাল্লুকগুলো খাবারের খোঁজে একটা আমবাগানে ঢুকে পরে আর তারপরে হঠাৎ করেই কোনওভাবে ওই শুকনো কুয়োর মধ্যে পড়ে যায়।

বাগানের মালিক তাদের খুঁজে পেয়ে বন দপ্তরের কর্মীদের সঙ্গে যোগাযোগ করেন।

ওই পশুদের বন দপ্তরের নার্সারিতে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকদিন পরে তাদের জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হবে বলে বন দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন।
 

.