This Article is From Aug 09, 2018

তিনদিন ব্যাপী চিন চলচ্চিত্র উৎসব হতে চলেছে কলকাতায়

কলকাতার চিন কনস্যুলেট নন্দনের সঙ্গে যুগ্মভাবে আয়োজন করতে চলেছে তিন দিন ব্যাপী একটি চলচ্চিত্র উৎসব

তিনদিন ব্যাপী চিন চলচ্চিত্র উৎসব হতে চলেছে কলকাতায়

11 থেকে 13 অগাস্ট পর্যন্ত হবে এই চলচ্চিত্র উৎসব।

কলকাতা:

কলকাতার চিন কনস্যুলেট নন্দনের সঙ্গে যুগ্মভাবে আয়োজন করতে চলেছে তিন দিন ব্যাপী একটি চলচ্চিত্র উৎসব। যেখানে দেখানো হবে কেবল চিনের ছবি৷ মোট ছবি দেখানো হবে সাতটি। সেখানে যেমন রয়েছে অ্যাকশন অ্যাডভেঞ্চার ধর্মী ছবি 'কুং ফু যোগা', তেমনই রয়েছে মার্শাল আর্ট নির্ভর ছবি 'তাই চি হিরো' কিংবা ফ্যান্টাসি ড্রামা 'রেস্ট অন ইওর শোল্ডার'।

এই চলচ্চিত্র উৎসব হবে 11 থেকে 13 অগাস্ট পর্যন্ত। গতকাল চিনের দূতাবাস থেকে এই বিষয়ে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, "এই দেশ তথা এই শহরের সঙ্গে চিনের সাংস্কৃতিক মেলবন্ধন আরও দৃঢ় করার জন্য এই উৎসব বড় ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।" আজ থেকে নন্দনের কমপ্লেক্সেই পাওয়া যাবে এই উৎসবের টিকিট। 

"প্রত্যেকটি ছবির স্ক্রিনিং-এর শেষে একটি কুইজ কনটেস্টের অনুষ্ঠানও থাকবে। ঠিক উত্তর যাঁরা দেবেন, তাঁদের হাতে তুলে দেওয়া হবে একটি সুভ্যেনিয়র। এছাড়া, কনস্যুলেটের পক্ষ থেকে একটি ফিল্ম রিভিউ সেশনের বন্দোবস্তও রাখা হয়েছে", জানানো হয় ওই বিবৃতিটিতে।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.