This Article is From Oct 16, 2018

হুগলিতে খাদে বাস পড়ে তিন জনের মৃত্যু, আহত 22

খালে বাস পড়ে তিন জনের মৃত্যু হল। আহত হলেন  অন্তত 22 জন। মহাসপ্তমীর সকালে দুর্ঘটনার সাক্ষী থাকল হুগলির হরিপাল।

হুগলিতে খাদে বাস পড়ে তিন জনের মৃত্যু, আহত  22

মাস  কয়েক আগেও এরকম ঘটনা ঘটেছিল মুর্শিদাবাদের ফরাক্কায়।

হাইলাইটস

  • খালে বাস পড়ে তিন জনের মৃত্যু হল, আহত 22
  • । আজ সকাল 9 টা নাগাদ হুগলির গজারমোড়ের ঘটনাটি ঘটে
  • ঘটনাস্থলে রয়েছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা
কলকাতা:

খালে বাস পড়ে তিন জনের মৃত্যু হল। আহত হলেন  অন্তত 22 জন। মহাসপ্তমীর সকালে দুর্ঘটনার সাক্ষী থাকল হুগলির হরিপাল। আজ সকাল 9 টা নাগাদ  হুগলির গজারমোড়ের ডাকাতিয়া খালের উপরে থাকা সেতুর সিমেন্টের রেলিংয়ে ধাক্কা  মারে  একটি বাস।  এরপর  যাত্রী সমেত নীচে পড়ে বাস।

এই ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার  সুকেশ জৈন। তাছাড়া আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা  আশঙ্কাজনক। হরিপাল হাসপাতালে  তাঁদের চিকিৎসা চলছে । ঘটনাস্থলে রয়েছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। মাস কয়েক আগেও এরকম ঘটনা ঘটেছিল মুর্শিদাবাদের ফরাক্কায়।

সেবার সেতু থেকে জলে পড়ে গিয়েছিল বাস। সাত সকালেই  ঘুমের মধ্যে  প্রাণ হারান বেশ কয়েকজন। কয়েক মাসের মধ্যেই সেই স্মৃতি ফিরে এলো।  দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। পাশাপাশি সে সময় গাড়ির গতি  বেশি ছিল কিনা তাও খতিয়ে দেখা। যাত্রীদের সঙ্গে কথা বলা হচ্ছে। পুলিশ জানিয়েছে বাসটি আরামবাগ থেকে কলকাতার দিকে যাচ্ছিল। বাসটি খালে পড়ে যাওয়ায় দরজা বন্ধ  হয়ে যায়। আর তাই জানলার  কাচ ভেঙে উদ্ধার  করা হয়েছে যাত্রীদের।                                                                                           

            

       



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.