This Article is From Jul 08, 2019

ভদ্রেশ্বরে পথ দুর্ঘটনায় মৃত ৩

একটি চলন্ত মোটর সাইকেলকে ডাম্পার এসে ধাক্কা মারলে ঘটে ওই দুর্ঘটনা

ভদ্রেশ্বরে পথ দুর্ঘটনায় মৃত ৩

ভদ্রেশ্বরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের

চুঁচুড়া:

রাজ্যে ফের পথ দুর্ঘটনায়(Road accident) মৃত্যু হল ৩ জনের। সোমবার হুগলি জেলায় একটি ডাম্পার চলন্ত মোটর সাইকেলকে ধাক্কা মারলে ঘটে ওই দুর্ঘটনা।পুলিশ জানিয়েছে ওই দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু(Dead) হয়েছে।

জানা গেছে, সোমবার ভদ্রেশ্বর এলাকার (Bhadreswar) বিগহাটিতে চলন্ত মোটর সাইকেলকে একটি ডাম্পার ধাক্কা মারলে ঘটে ওই দুর্ঘটনা।আশঙ্কাজনক অবস্থায় মিন্টু রজক(৩২),রাজা মালিক(২৫) এবং সুশান্ত মালিক (২৭) নামে ৩ মোটর সাইকেল আরোহীকে চন্দননগরের সাব ডিভিশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.