Read in English
This Article is From Jun 10, 2020

কলকাতার ঠাকুরপুকুরে ঘরের ভিতর থেকে উদ্ধার একই পরিবারের ৩ জনের দেহ!

Suicide Note: ঘরের একটি দেওয়ালে লেখা রয়েছে "আমরা ৩ জনই মরতে চলেছি", ঘর থেকে মিলেছে একটি বিষের কৌটোও, ঘটনাটি আত্মহত্যা না খুন, খতিয়ে দেখছে পুলিশ

Advertisement
Kolkata Edited by

Kolkata: ঘটনাটির বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ (ফাইলচিত্র)

Highlights

  • একই পরিবারের ৩ জনের মৃত্যুতে চাঞ্চল্য
  • কলকাতার ঠাকুরপুকুরে ঘটেছে ওই ঘটনা
  • ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
কলকাতা:

মঙ্গলবার কলকাতার (Kolkata) ঠাকুরপুকুর এলাকার একটি বাড়ির ভিতর থেকে এক প্রবীণ ব্যক্তি, তাঁর স্ত্রী এবং তাদের প্রতিবন্ধী ছেলেকে মৃত অবস্থায় পাওয়া যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, গতকাল (৯ জুন) সকালে সত্যনারায়ণ পল্লির ওই বাড়িতে যে ৩ জনের দেহ উদ্ধার হয়েছে তাঁরা হলেন, গোবিন্দ কর্মকার (৮০), তাঁর স্ত্রী রুনু (৭০) এবং তাঁদের ছেলে দেবাশিস (৫০)। বাড়ির ভিতর থেকে মিলেছে সুইসাইড নোটও। তদন্তে নেমে পুলিশ আধিকারিকরা দেখতে পান, ঘরের একটি দেওয়ালে লেখা (Suicide Note) রয়েছে "আমরা ৩ জনই মরতে চলেছি"। পাশাপাশি ওই ঘর থেকে মিলেছে একটি বিষের কৌটোও। তবে ঘটনাটি নিতান্তই আত্মহত্যা (Suicide) না খুন, তা খতিয়ে দেখছে পুলিশ।

"প্রাথমিকভাবে, এই ঘটনাটিকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে, তবে আমরা ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছি", জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।

শহরে করোনা আক্রান্ত সিবিআই আধিকারিক

স্থানীয়রা জানিয়েছেন যে, জন্মের পর থেকেই দেবাশিস শারীরিক দিক থেকে বিশেষভাবে সক্ষম ছিলেন, তাই তিনি নিজে কিছুই করতে পারতেন না। খুব সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হন তাঁর মা-ও, তারপর থেকেই তিনি পক্ষাঘাতগ্রস্থ হয়ে পড়েন।

Advertisement

রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৩৭২, কলকাতায় ১৩২

তবে একথাও জানা গেছে যে, কিছুদিন আগেই নাকি পরিবারের কর্তা গোবিন্দ কর্মকার জ্বরে আক্রান্ত হন। তাঁরা সম্প্রতি কোভিড-১৯ টেস্ট করানোর কথাও ভাবছিলেন বলে জানা গেছে। নানা মানসিক অবসাদের কারণেই পরিবারের সকলে মিলে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলেই সন্দেহ করছেন প্রতিবেশীরা।

তবে ঘটনাটির বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।

(আপনার যদি কাউকে আত্মহত্যাপ্রবণ বলে মনে হয় বা কেউ অবসাদে ভুগছেন তবে তাঁরা এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন)
Helplines:
AASRA: 91-22-27546669 (24 hours)
Sneha Foundation: 91-44-24640050 (24 hours)
Vandrevala Foundation for Mental Health: 1860-2662-345 and 1800-2333-330 (24 hours)
iCall: 022-25521111 (Available from Monday to Saturday: 8:00am to 10:00pm)
Connecting NGO: 18002094353 (Available from 12 pm - 8 pm)

Advertisement
Advertisement