This Article is From Oct 09, 2019

বিজয়ার আবহে রাজ্যে খুন প্রাথমিক শিক্ষক ও তাঁর পরিবার

৬ বছর আগে, পাল পরিবারের সদস্যরা জিয়াগঞ্জে আসেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা

বিজয়ার আবহে রাজ্যে খুন প্রাথমিক শিক্ষক ও তাঁর পরিবার

ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ (ছবি প্রতীকি)

মুর্শিদাবাদ:

বিজয়াদশমীর (Vijayadashmi 2019) আবহেই, রাজ্যে মর্মান্তিক ঘটনা, মুর্শিদাবাদে (Murshidabad) একই পরিবারের তিনজনকে খুন করল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। নিহতদের মধ্যে রয়েছে ৮ বছরের এক কিশোরও, বুধবার এমনটাই জানিয়েছে পুলিশ। পদস্থ ওই পুলিশকর্তা জানিয়েছেন, মঙ্গলবার মুর্শিদাবাদের জিয়াগঞ্জ (Jiaganj) এলালাকায় বাড়ির পাশে রক্তাক্ত দেহ উদ্ধার হয় প্রাথমিক স্কুল শিক্ষক বন্ধুগোপাল পাল (Bondhu Gopal Pal), তাঁর স্ত্রী বিউটি এবং ছেলে অঙ্গনের। জেলা পুলিশের ওই পদস্থকর্তা বলেন, “প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, সোমবার রাতে, পাল পরিবারের সদস্যদের খুন করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। বিজয়াদশমীতে পাল  পরিবারের সদস্যদের পুজো মণ্ডপে দেখতে না পেয়ে, তাঁদের বাড়িতে যান প্রতিবেশীরা। সেখানে তাঁদের বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পান তাঁরা”।

প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে নৌকা উলটে সলিল সমাধি ৩ শিশুর

ওই পুলিশকর্তার কথায়, “এরপরেই পুলিশে খবর দেন স্থানীয়রা, পাল বাড়িয়ে গিয়ে তাঁদের রক্তাক্ত দেহ উদ্ধার করেন পুলিশকর্মীরা। ঘটনায় তদন্ত শুরু হয়েছে”।  ৬ বছর আগে, পাল পরিবারের সদস্যরা জিয়াগঞ্জে আসেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

আগামী বছরের অপেক্ষা নিয়ে দশমীর সিঁদুর খেলায় মাতল বাগবাজার সর্বজনীন, দেখুন ভিডিও: 

.