This Article is From Feb 11, 2019

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেল ঘাটালের বস্তি, মৃত ৩

ঘটনাটি ঘটে রবিবার রাতে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ওই বস্তির তিনজন বাসিন্দা। ওই তিনজন মানুষের মধ্যে একটি দম্পতিও রয়েছে।

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেল ঘাটালের বস্তি, মৃত ৩
ঘাটাল:

একের পর এক অগ্নিকাণ্ডে সাম্প্রতিককালে বহুবার বিপর্যস্ত হয়ে পড়েছে রাজ্যবাসীর জীবন। সে বড়বাজারের বাগরি মার্কেট হোক বা গড়িয়াহাটার মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলিই হোক। ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার সম্পত্তির। ফের একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল রাজ্যে। ভয়াবহ অগ্নিকাণ্ডে ছারখার হয়ে গেল পশ্চিম মেদিনীপুরের ঘাটালের এক বস্তি। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটে রবিবার রাতে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ওই বস্তির তিনজন বাসিন্দা। ওই তিনজন মানুষের মধ্যে একটি দম্পতিও রয়েছে। সদ্য বিবাহ হয়েছিল তাঁদের। ঘুমন্ত অবস্থাতেই পুড়ে ছাই হয়ে যান তাঁরা। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় মানুষেরা।

পুলিশ জানিয়েছে, আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। কেন লাগল এই আগুন, কীভাবেই বা ঘটন পুরো ঘটনাটি তা জানার জন্য তদন্ত শুরু করেছে ঘাটাল থানার পুলিশ।

.