This Article is From Oct 25, 2018

সুন্দরবনে বাঘের মুখে পড়ে প্রাণ হারালেন এক মৎস্যজীবী

সুন্দরবনে ফের বাঘের মুখে পড়ল এক মৎস্যজীবী।  ঘটনাটি ঘটেছে আজ সকালে। গোসাবার বালি-সত্যনারায়ণপুর অঞ্চলে।

সুন্দরবনে বাঘের মুখে পড়ে প্রাণ হারালেন এক মৎস্যজীবী
গোসাবা:

সুন্দরবনে ফের বাঘের মুখে পড়ল এক মৎস্যজীবী।  ঘটনাটি ঘটেছে আজ সকালে। গোসাবার বালি-সত্যনারায়ণপুর অঞ্চলে। তিনজন মৎস্যজীবী মিলে কাঁকড়া ধরতে বেরিয়েছিলেন।  সেই সময়ই বিয়াল্লিশ বছরের মধু মণ্ডলের ওপর ঝাঁপিয়ে পড়ে রয়েল বেঙ্গল টাইগার। তাঁকে টানতে টানতে নিয়ে যায় পিরখালির জঙ্গলের ভিতরে। মধু মণ্ডলের বাকি দুই সহকারী ওই বাঘটির পিছনে ধাওয়া করলে সেটি মধু মণ্ডলের ক্ষতবিক্ষত দেহটিকে ফেলে রেখে গভীর জঙ্গলের মধ্যে উধাও হয়ে যায়। ঘটনাস্থল থেকে মধু মণ্ডলকে উদ্ধার করে গোসাবা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁকে 'মৃত' বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

 

অন্য একটি ঘটনায়, ওই এলাকারই সীতাগাছি গ্রামের এক পুকুরে ডুবে মারা গেল একজন বালিকা। জানা গিয়েছে, দুই বন্ধু মিলে সাঁতার কাটতে গিয়েছিল। ওই সময়ই ডুবে যায় একজন।

.