हिंदी में पढ़ें
This Article is From Apr 02, 2020

হাড্ডাহাড্ডি লড়াই দুই বাঘে, ভিডিও দেখে আতঙ্কিত নেটবিশ্ব, জিতল কে?

ভিডিওতে দেখা গেছে, ২টি বাঘ আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করে ফেলছে একে অন্যকে। দূরে দাঁড়িয়ে পর্যটকেরা দেখছেন তাদের সেই লড়াই।

Advertisement
অফবিট Edited by

হাড্ডাহাড্ডি লড়াই দুই বাঘের

ভারতীয় বন দফতরের (IFS) প্রথম সারির অফিসার প্রবীণ কাসওয়ান (Parveen Kaswan) টুইটারে দুই বাঘের হাড্ডাহাড্ডি লড়াইয়ের হাড়হিম ভিডিও শেয়ার করেছেন। তিনি টুইটারে আরও জানিয়েছেন, ১৯৭৩-এ ভারতে একটি ব্যাঘ্র প্রকল্প শুরু হয়েছিল। চলতি মাসে, এই এপ্রিলে মাসেই প্রকল্প ৪৭ বছর পূর্ণ করল।

দু'মিনিটের সেই ক্লিপিং পোস্ট করে তিনি লিখেছেন, "পুরোপুরি বড় হওয়া দুটি বাঘের মধ্যে লড়াই। হেডফোন দিয়ে শুনুন। মারাত্মক গর্জনে কাঁপছে বন। ভারতের ব্যাঘ্র প্রকল্প পূর্ণ করল ৪৭ বছর।"

সিঙাড়া চেয়ে জমাদার হলেন এই মহাশয়! হেল্পলাইনে খাবার অর্ডারের অভিনব শাস্তি

Advertisement

দেখুন ভিডিও:

Advertisement

ভিডিওতে দেখা গেছে, ২টি বাঘ আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করে ফেলছে একে অন্যকে। দূরে দাঁড়িয়ে পর্যটকেরা দেখছেন তাদের সেই লড়াই। তর্জনগর্জন শুনেই আত্মারাম খাঁচাছাড়া নেট নাগরিকদের।

বিচ্ছেদেও 'মিলন'? ২০ সঙ্গিনী নিয়ে চারতারা হোটেলে আইসোলেশনে রাজামশাই 

Advertisement

প্রবীণ কাসওয়ান আরও জানিয়েছেন, এ জাতীয় লড়াইয়ে একজন বাঘ প্রাণ হারায়। আরেকজন জিতে যায়। এই ভিডিওটির এখনও পর্যন্ত ৪৬ হাজার বার দেখেছে নেট দুনিয়া। লাইকের সংখ্যা ৩ হাজারেরও বেশি। রি-টুইট হয়েছে হাজারেরও বেশি।

Advertisement