কলকাতা: ভারতের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টিকটক। টিকটকে রোজই নানা ভিডিও ভাইরাল হয়। এই ভিডিওগুলি হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং টুইটারে শেয়ার করেন অনেকেই। টিকটকে রয়েছেন দেশ বিদেশের তারকারা। তারকা থেকে সাধারণ মানুষ, এক নজরে টিকটকে পোস্ট হওয়া সেরা দশটি ভিডিও দেখে নিন ...
1. সমদ্র সৈকতে নুসরত জাহান: টিকটকে বেশ জনপ্রিয় টলিউড অভিনেত্রী নুসরত জাহান। সম্প্রতি সমুদ্রের পাশে নতুন ভিডিওতে দেখা গেল সাংসদক অভিনেত্রীকে। সেখানেই নিজের চোখের জাদু দেখালেন তিনি।
2. বীরেন্দ্র সেহবাগের ফান্ডা: এক সময় মারকাটারি ডঙে খেলে বিপক্ষ বোলারদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন বীরেন্দ্র সেহবাগ। এবার টিকটকেও সেই পরামর্শ দিলেন তিনি। টিকটক ভিডিওতে প্রাক্তন ওপেনার জানিয়েছেন কোন ধন্দ না রেখে সব সময় চালিয়ে খেলতে।
3. ধন্যি ছেলের অধ্যবসায়: না, না, চোখ কপালে তোলার কিছু নেই৷ বরং ভাইরাল ভিডিওতে দেখে নিন সেই ধন্যি ছাত্রকে৷ ছেলে দ্বাদশ শ্রেনীতে পড়ে। তাই মা বলেছেন পড়াশোনায় ডুবে থাকতে। মায়ের বাধ্য ছেলের কীর্তি দেখে হেসে লুটিয়ে পড়বেন। ইতিমধ্যেই টিকটকে ৫৮ হাজারের বেশি লাইক পেয়েছে এই ভিডিও।
4. পাকা ছেলের কীর্তি: জনপ্রিয় কমেডি শো দেখে পেকে গিয়েছে ছেলে। টিকটকে এমন অভিযোগ করলেন বাবা। কিন্তু কী করল ছেলে? শুনে নিন বাবার মুখ থেকে।
5. বানানের বৃহস্পতি: টিকটকে হাসির ভিডিওর ছড়াছড়ি। তেমনি একটি ভিডিও সামনে এসেছে। ভিডিওতে জনপ্রিয় পাবজি গেমের বানান শেখাচ্ছে এক ছেলে। এই বানান শুনে হেসে লুটিয়ে পড়বেন আপনিও। ইতিমধ্যে ২২ হাজারের বেশি লাইক পেয়েছে ভিডিওটি।
6. আর খাবেন চাউমিন? রেস্টুরেন্টের চাউমিনের স্বাদই আলাদা। কিন্তু কীভাবে সেই চাউমিন তৈরী হয় জানেন? সম্প্রতি এক কারখানায় চাউমিন তৈরীর একটি ভিডিও সামনে এসেছে। এই ভিডিও দেখার পরে হয়তো চাউমিন খাওয়া ছেড়ে দিতে পারেন আপনি।
7. আত্মারাম খাঁচা ছাড়া হবে এই রাইডে: ভয়ঙ্কর বললেও বোধহয় কম হবে। সম্প্রতি এই রাইডের ভিডিও দেখে টিকটকে ৯৩ হাজারের বেশি মানুষ লাইক করেছে। পাহাড়ের মাথায় এই রাইডে চড়ে দেখার সাহস হবে আপনার?
8. দশ টাকার ফেসওয়াশ: দশ টাকায় ফেস ওয়াস। সেই শুনে মোটরসাইকেল থেকে নেমে ছুটতে ছুটতে গেল এই মেয়ে। তারপর যা ঘটল তা নিজে চোখে না দেখলে বিশ্বাস করবেন না। ইতিমধ্যেই টিকটকে ১৭ হাজারের বেশি লাইক পেয়েছে এই ভিডিও।
9. আজব কাজ: রাস্তায় ট্রাক দেখেছেন।, কিন্তু এমন শূন্যে ট্রাক উলটে যেতে দেখেন নি অনেকেই। এই ভিডিও পোস্ট করে এক ব্যক্তি জানিয়েছেন এটাই তার কাজ। মজার এই ভিডিওতে ইতিমধ্যেই ৫৮ হাজারের বেশি লাইক পড়েছে।
10. পাগল মেয়ের কীর্তি দেখুন: টিকটকে বিভিন্ন ধরনের হাজির ভিডিও দেখা যায়। এবার নতুন এই চুলের স্টাইল টিকটক গ্রাহকদের মন জয় করেছে। প্রায় ৪০ হাজার লাইক ছুঁয়ে ফেলেছে এই ভিডিও। আপনিও ট্রাই করবেন নতুন এই চুলের ছাঁট?
Click for more
trending news