মোহিত একজন ফিটনেসপ্রেমী ছিলেন
হাইলাইটস
- Mohit Mor had half a million followers on video-sharing app TikTok
- He frequently upload fitness videos on TikTok and Instagram
- He was at a photocopy shop when he was murdered
নিউ দিল্লি: আচমকাই গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন জনপ্রিয় টিকটক তারকা (TikTok Celebrity) মোহিত মোর। আজ ভোর পাঁচটা নাগাদ মোহিত (Mohit Mor) দিল্লির কাছে নাজাফগড়ে দেখা করতে গিয়েছিলেন এক বন্ধুর সঙ্গে। সেখানকার একটি ছবি তোলার দোকানের সোফায় বসে গল্প করছিলেন বন্ধুর সঙ্গে। অভিযোগ, ঠিক সেই সময় বাইকে চড়ে তিনজন বন্দুকবাজ অতর্কিতে হামলা চালায় মোহিতের ওপরে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর ১৩টি গুলি করে। তারপর চম্পট দেয় তারা। এদিকে, পরপর ছোঁড়া গুলির আঘাতে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মোহিত। সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে মোহিতকে (Mohit Mor) মৃত (Shot Dead) বলে ঘোষণা করেন চিকিতসকেরা। ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। যদিও পড়ে সিসিটিভি ফুটেজে দেখা গেছে তিন অজ্ঞাতপরিচয় আততায়ীর মুখ।
সম্পত্তির লোভে বাবাকে কুপিয়ে ২৫ টুকরো করল ছেলে, ধরা পড়ল বাড়ির সামনেই
কী কারণে খুন হতে হল মোহিতকে (Mohit Mor)? প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্ভবত ব্যক্তিগত বিবাদের জেরেই খুন হতে হল এই টিকটক তারকাকে। খুনের নেপথ্যে অর্থ সংক্রান্ত কোনও বিষয় রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা চলছে। তিন আততায়ীর মধ্যে দু'জনের মাথায় হেলমেট থাকায় বোঝা যায়নি তাদের মুখ। বাকি একজন হেলমেট খুলে ফেলায় স্পষ্ট চেনা গেছে তাকে। সূত্র খুঁজতে পাশাপাশি পুলিশ খতিয়ে দেখছে মোহিতের টিকটক অ্যাপ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, কথোপকথনের রেকর্ড।
আরবি ভাষার প্রথম লেখক হিসেবে ম্যান বুকার সাহিত্য পুরস্কারে সম্মানিত ওমানের লেখিকা
অল্প সময়েই জনপ্রিয় ভিডিও অ্যাপ টিকটকে জনপ্রিয় হয়ে উঠেছিলেন ফিটনেস স্পেশ্যালিস্ট মোহিত মোর (Mohit Mor)। ইনস্টাগ্রামে তাঁর ভিউয়ার্স এবং ফলোয়ার্স সংখ্যা ছুঁয়েছিল প্রায় আধ কোটি। মোহিত প্রায়ই তাঁর ফিটনেস ভিডিও আপলোড করতেন এই অ্যাপে। সেই জনপ্রিয়তাই কি মৃত্যুর কারণ হল মোহিতের? এর উত্তর দেবে সময়।