TikTok Top 10 Videos: ভাইরাল নেহা কক্করের টিকটক ভিডিও
হাইলাইটস
- নেহা কক্করের টিকটক ভিডিও সকলেরই বেশ পছন্দের
- এই ভিডিওতে লক্ষাধিক লাইকস দেখা গেছে
- এই ভিডিও দ্রুত ভাইরাল হচ্ছে
নিউ দিল্লি: টিকটক (Tiktok) -এ আজ বহু মানুষ খুবই সক্রিয়, তারা নিজেদের পছন্দানুসারে ভিডিও বানাচ্ছে, তা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেই বইছে লাইকের বন্যা। টিকটক যে শুধুমাত্র সাধারণ মানুষের কাছেই পছন্দের বিষয় তাই নয়, বহু সেলিব্রেটিরাও পছন্দ করেন টিকটক। তারা সোশ্যাল মিডিয়ার অন্যান্য ক্ষেত্রে যেমন সক্রিয়, তেমনি সক্রিয় TikTok ভিডিও-র ক্ষেত্রেও। আজ গায়িকা নেহা কক্করের শেয়ার করা একটা ভিডিও বেশ জনপ্রিয়তা লাভ করেছে। আসুন, আজকের TikTok টপ ১০ ভিডিও...
১. ছন্দে ছন্দে প্রেম
এই ভিডিও-তে টিকটক স্টার গরিমাকে ছন্দে-ছন্দে প্রেম নিবেদন করতে দেখা যাচ্ছে। টিকটকে গরিমার ভেরিফাই একাউন্ট আছে, তার ভিডিও গুলি লোকজনদের যথেষ্ট পছন্দ। দেখুন সেই ভিডিও...
২. বাবা মেয়ের মজাদার ভিডিও
এই ভিডিওতে একজন বাবা বলছে, আমার মেয়ে সবচেয়ে দ্রুত ইংলিশ বলতে পারে, য়তারপর সে নিজের মেয়েকে ইংলিশ বলতে বলে, তারপর কি হল ভিডিও টি না দেখলে বিশ্বাস করতে পারবেন না।
৩. 'লেহেঙ্গা' গানে মেয়েটির নাচ
এই ভিডিওটিতে যারা দেখেছে তারা জানে, মেয়েটি 'লেহেঙ্গা' গানে কেমন নেচেছে, যদি আপনি দেখে না থাকেন, তবে এখনই দেখে নিন।
৪. গাছে সাপ ঝুলতে দেখে কি করল ছেলেটি
এক শিক্ষক তার ছাত্রদের জিজ্ঞাসা করেন, তোমাদের মধ্যে কেউ কখনও জঙ্গলে গেছো? তখন এত ছাত্র বলে, সে জঙ্গলে গিয়ে এক লম্বা সাপ দেখেছে, তারপর সে যা বলে তা দেখে আপনি নিজের হাসি আটকে রাখতে পারবেন না।
৫. নেহা কক্করের মিষ্টি অভিব্যক্তি
এই ভিডিওতে আপনারা নেহাকে নিজের গানেই লিপিং করে অভিব্যক্তি দিতে দেখবেন। নেহার শেয়ার করা ভিডিও প্রায়ই খুবই ভাইরাল হয়।
৬. দেখুন জনপ্রিয় টিভি অভিনেতার পারফর্ম
এই ভিডিওতে আপনারা টিভি অভিনেত্রী ডলজিৎ সিংহের পারফর্ম দেখতে পাবেন।
৭. ফেসবুক APP -এ দেখে কুকিস বানান
এই ভিডিওতে এক ব্যক্তিকে কুকিস বানাতে দেখা যাচ্ছে, ভিডিওটি বেশ মজাদার এবং বহু লোকের খুবই পছন্দের।
৮. যমজ বোনের কান্ড
এই ভিডিও তে যমজ দুই বোনকে কবীর সিং-এর গানে নাচতে দেখা যাচ্ছে , ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। প্রচুর লাইকও পেয়েছে।
৯. অবনীত কৌরের মিষ্টি অভিব্যক্তি
এই ভিডিওতে টিকটক স্টার অবনীত কৌরকে খুবই মিষ্টি ভাবে ক্ষমা চাইতে দেখা যাচ্ছে। ওর অভিব্যক্তি সকলের খুবই পছন্দের।
১০. দেখুন কি করছে ছেলেটা
এই ভিডিওতে একটি ছেলেকে ইমেজ ফিল্টার বদলে পারফর্ম করতে দেখা যাচ্ছে। এই ভিডিও যারা দেখেছেন,তাদের কাছে বেশ পছন্দের।
দেখুন আরও টিকটক VIDEO:
Click for more
trending news