This Article is From Sep 05, 2019

Tiktok Top 10: বাইকে চড়ে চোর-পুলিশ খেলা! মোবাইলকে বিয়ে যুবকের?

Tiktok Top 10: একদম বাজে কথা নয়। মোবাইল ছাড়া যাতে এক মুহূর্ত থাকতে না হয় তাই এই যুবক মোবাইলকেই জীবনসঙ্গিনী বানালেন। যন্ত্রকে বিয়ে করে! সঙ্গে আরও মজাদার নয় টিকটক ভিডিও।

Tiktok Top 10: বাইকে চড়ে চোর-পুলিশ খেলা! মোবাইলকে বিয়ে যুবকের?

TikTok Viral Video: পুলিশের চোখে ধুলো বাইক আরোহীর

Tiktok Top 10: জরিমানা বাঁচাতে বাইকে চড়ে চোর-পুলিশ খেললেন বাইক আরোহী?  মোবাইল ছাড়া যাতে এক মুহূর্ত থাকতে না হয় তাই এই যুবক মোবাইলকেই জীবনসঙ্গিনী বানালেন? যন্ত্রকে বিয়ে করে! সঙ্গে আরও মজাদার আট টিকটক ভিডিও।

Tiktok Top 10 ভাইরাল ভিডিও:

১. জরিমানা থেকে বাঁচতে নয়া আন্দাজ: আপনি বাইক চালান? নতুন ট্রাফিক আইন মানছেন তো? কখনও ভুল হলে এই কায়দায় বাঁচতে পারেন।

২. লেহেঙ্গা গানায় চমকে দিলেন অবনীত কৌর: সেরা টিকটক স্টারের পারফর্ম দেখুন। লেহঙ্গা গানার সঙ্গে তাঁর পারফর্ম দেখলেই বুঝবেন, কেন তিনি টিকটক স্টার!

৩. আনমোল পারফর্ম আলিয়ার: দেখুন টিকটকের আনমোলকে। একদম যেন আলিয়া ভাট!

৪. মোবাইলকে বিয়ে!: মোবাইল ছাড়া জীবন বৃথা! তাহলে মোবাইলকেই বিয়ে করে নিন। এই যুবকের মতো।

৫. কিমা পাওভাজি, একবার চাখবেন: পাওভাজির পোকা হলে এই ভিডিও আপনার জিভে জল আনবেই।

৬. বিরিয়ানিতে শিক কাবাব?: বিশ্বাস না হলে নিজের চোখেই দেখে নিন।

৭. দেবীনা নাচ তো দেখি: মারাঠী স্টাইলে নাচ। তাও আবার নেচেছেন অভিনেত্রী দেবীনা। পুরো ব্যাপার জমে কুলপি।

৮. টিকটক ভিডিও বানাচ্ছিলেন এই যুবক... তারপর: বেশ মন দিয়ে সেলফি ভিডিও বানাচ্ছিলেন। বেরসিকের মতো হাজির এক তরুণী। তারপর যা হল না.....

৯. দক্ষিণী 'পুট্টু' খেয়েছেন: না খেলে আগে এই ভিডিও দেখুন। তারপর চাখুন।

১০. সপরিবারে 'বল্লে বল্লে': একা দলির মেহেন্দিতে হয় না! সপরিবারে বল্লে বল্লে বলে ভাঙরা নাচতে শুরু করেছেন! 

Click for more trending news


.