This Article is From Sep 13, 2019

Tiktok Top 10 Videos:ভাইরাল ঊর্বশী! নায়িকা বলছেন টেক ইট ইজি?

টিকটক হোক বা হ্যালো...সব সোশ্যালেই অভিনেত্রী ঊর্বশী রওতেলা হট এবং হিট। দিন দুই আগেই টিকটকে একটি গানের সঙ্গে তাঁর লিপ সিঙ্কিং দর্শকদের খুব পছন্দ হয়েছে।

Tiktok Top 10 Videos:ভাইরাল ঊর্বশী! নায়িকা বলছেন টেক ইট ইজি?
কলকাতা:

টিকটক হোক বা হ্যালো...সব সোশ্যালেই অভিনেত্রী ঊর্বশী রওতেলা হট এবং হিট। দিন দুই আগেই টিকটকে একটি গানের সঙ্গে তাঁর লিপ সিঙ্কিং দর্শকদের খুব পছন্দ হয়েছে। টিকটক টপ ১০-এ রইল তার ঝলক। সঙ্গে মন ভালো করা আরও ৯টি ভিডিও তো আছেই। তবে শুরুতেই ঊর্বশী---

টিকটক টপ ১০ ভিডিও:

১. টেক ইট ইজি...: গানের সঙ্গে এক্সপ্রেশন দিয়ে কীভাবে লিপ সিঙ্ক করতে হয়? কোমর দুলিয়ে ভক্তদের মাতাল করতে হয়? জানতে দেখে নিন ঊর্বশীকে---

২. আহারে বাহারে খাবারে: ধবধবে সাদা ছানারা আসলে খাবার!

৩. সাইলিস্ট সারমেয়: পুজোর আগে আপনিই শুধু সাজুগুজো করবেন! উঁহু, দেখে নিন পুজোর স্টাইলে কেমন মেতেছেন ইনি।

৪. কাজের ছেলে: কাজের লোক আসেনি। মা কত করবে? তাই কোমর বেঁধে কাজে নেমেছে মায়ের কাজের ছেলে।

৫. হাত নেই, মাথা-ই সই: স্ত্রীর কাছে বাহুবলী ইমেজ দেখাতে গেছিলেন। ইমেজ তো ভেঙে চুরমার। উল্টে স্ত্রী কী করলেন দেখুন!

৬. একঝাঁক পায়রা: এভাবেই তো ছোটবেলায় আপনিও পায়রার দলের সঙ্গে খেলতেন!

৭. ট্যাটু-ই যখন পোশাক: আর পোশাকের দরকার কী? গা ভরা ট্যাটু থাকতে!

৮. দক্ষিণা পবন: বসন্তের মতোই দোলা দেয় দক্ষিণী সুন্দরীদের নাচ।

৯. বালা নাচ তো দেখি: বলার আগেই নেচে নিলেন সোনাক্ষী সিনহা।

১০, লেগেছে লেগেছে লেগেছে আগুন...: মার্জার সরণিতে। মালাইকা অরোরার হাটার ছন্দে।

Click for more trending news


.