কলকাতা: টিকটক হোক বা হ্যালো...সব সোশ্যালেই অভিনেত্রী ঊর্বশী রওতেলা হট এবং হিট। দিন দুই আগেই টিকটকে একটি গানের সঙ্গে তাঁর লিপ সিঙ্কিং দর্শকদের খুব পছন্দ হয়েছে। টিকটক টপ ১০-এ রইল তার ঝলক। সঙ্গে মন ভালো করা আরও ৯টি ভিডিও তো আছেই। তবে শুরুতেই ঊর্বশী---
টিকটক টপ ১০ ভিডিও:
১. টেক ইট ইজি...: গানের সঙ্গে এক্সপ্রেশন দিয়ে কীভাবে লিপ সিঙ্ক করতে হয়? কোমর দুলিয়ে ভক্তদের মাতাল করতে হয়? জানতে দেখে নিন ঊর্বশীকে---
২. আহারে বাহারে খাবারে: ধবধবে সাদা ছানারা আসলে খাবার!
৩. সাইলিস্ট সারমেয়: পুজোর আগে আপনিই শুধু সাজুগুজো করবেন! উঁহু, দেখে নিন পুজোর স্টাইলে কেমন মেতেছেন ইনি।
৪. কাজের ছেলে: কাজের লোক আসেনি। মা কত করবে? তাই কোমর বেঁধে কাজে নেমেছে মায়ের কাজের ছেলে।
৫. হাত নেই, মাথা-ই সই: স্ত্রীর কাছে বাহুবলী ইমেজ দেখাতে গেছিলেন। ইমেজ তো ভেঙে চুরমার। উল্টে স্ত্রী কী করলেন দেখুন!
৬. একঝাঁক পায়রা: এভাবেই তো ছোটবেলায় আপনিও পায়রার দলের সঙ্গে খেলতেন!
৭. ট্যাটু-ই যখন পোশাক: আর পোশাকের দরকার কী? গা ভরা ট্যাটু থাকতে!
৮. দক্ষিণা পবন: বসন্তের মতোই দোলা দেয় দক্ষিণী সুন্দরীদের নাচ।
৯. বালা নাচ তো দেখি: বলার আগেই নেচে নিলেন সোনাক্ষী সিনহা।
১০, লেগেছে লেগেছে লেগেছে আগুন...: মার্জার সরণিতে। মালাইকা অরোরার হাটার ছন্দে।
Click for more
trending news