This Article is From Aug 27, 2019

TikTok Top 10: দেখেছেন কি নেহা কক্করের এমন রূপ! দেখুন Video

TikTok Video বানানো আর তা শেয়ার করা আজ যেন মানুষের অন্যতম পছন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে

TikTok Top 10: দেখেছেন কি নেহা কক্করের এমন রূপ! দেখুন Video

TikTok Top 10 Videos: নেহা কক্কর

TikTok Video বানানো আর তা শেয়ার করা আজ যেন মানুষের অন্যতম পছন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেলিব্রেটিরাও নিজেদের মূল্যবান সময় থেকে খানিকটা সময় বার করে নিচ্ছেন এই মজাদার বিষয়টির জন্য, ভিন্ন রকম ভিডিও শেয়ার করেন তারা, আর সেগুলি ভাইরাল হতেও খুব বেশি সময় লাগে না।  প্রতিদিনের মতো আজও ট্রেন্ডিং তালিকাতে রয়েছে, বেশ কিছু ভালো ভালো ভিডিও। এই ভিডিও গুলিতে একদিকে আছে নেহা  কক্করের ঝলক তো অন্যদিকে দেখা যাচ্ছে একটা ছোট্ট শিশুর কান্ড কারখানা। এই রকমই মজাদার ১০ টি ভিডিও আজ TikTok -এ দেখতে পাবেন আপনারা।  

১. নেহা কক্করের মজাদার ভিডিও 

প্রায়ই নেহাকে টিকটক- এ মজাদার ভিডিও করে সেগুলি শেয়ার করতে দেখা যায়, সেগুলি ভাইরাল হতেও খুব বেশি সময় লাগে না। নেহা বহু মজাদার ভিডিও আপলোড করে। নেহার এই ভিডিও দেখলে হাসতে হাসতে আপনার অবস্থাও খারাপ হয়ে যাবে।  

২. সবজি বিক্রি করছে, ছোট্টো শিশুটি

এই ভিডিও তে একটা খুবই মিশি দেখতে বাচ্চাকে সবজি বিক্রি করতে দেখা যাচ্ছে। তার গ্রাহক হল তার মা।  এই ভিডিও টি ২ লক্ষ ৮০ হাজারের ওপর শেয়ার হয়েছে।  


 ৩. জস মানকের অসাধারণ কান্ড কারখানা 

জস মানক টিকটকে খুবই সক্রিয়, প্রায়ই তাকে ভিডিও আপলোড করতে ও তা শেয়ার করতে দেখা যায়।  এই ভিডিও তা দেখলে হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে।  

৪. গরম গরম ছোলে ভাটুরে 

গরম গরম ছোলে ভাটুরে মানেই জিভে জল, নিজের জিভের জল সামলে নিয়ে দেখে ফেলুন এই ভিডিও টা 

৫. যেমন বোন প্রেমে পড়েছে!

এই ভিডিওতে যমজ দুই বোনকে প্রেমে পড়ার কথা তাদের মেক বলতে শুনবেনম এরপর মা যা বলছে, তা দেখে আপনি কিছুতেই নিজের হাসি চেপে রাখতে পারবেন না।

৬. দেখতে অমিতাভ বচ্চনের মতোই 

এই ব্যক্তিকে দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন, কাকে দেখছেন এক মুহূর্তের জন্য হয়তো বুঝতেই পারবে না, সেই সাথে আছে ওনার অভিনয়।  

৭. পাহাড়ের অসাধারণ সৌন্দর্য 

এই ভিডিওতে দেখতে পাবেন, অসাধারণ পাহাড়ের সৌন্দর্য। যে সৌন্দর্য আপনাকেও পাহাড়ের দিকে আকৃষ্ট করবে। 

৮. রাজ কচুরি 

এই ভিডিও দেখে আপনি কিছুতেই নিজের জিভের জল ধরে রাখতে পারবেন না , বিশেষ করে যদি আপনি খাদ্য রসিক হন, তাহলে বোধ হয়, ভিডিও দেখার সাথে সাথে রাজ কচুরি খুঁজতে বেরিয়ে পড়বেন আপনি।


 

৯. কাকে ছেড়ে কাকে দেখবেন!

এই ভিডিওতে একটি মেয়েকে একটা স্কুটিতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে, ইতিমধ্যে একটা ছেলে এসে তাকে রঙ দেখিয়ে সরে যেতে বলে, জানায় সেটা তার স্কুটি, এরপর মেয়েটি কি দেখায় দেখুন!

১০. ফিল্টার বদলে মেয়েটির কান্ড কারখানা 

এই ভিডিওতে ফিল্টার বদলে মেয়েটিকে পারফর্মেন্স কেটে দেখা যায়।  যা সকলের বেশ পছন্দ হয়েছে।  

দেখুন আরও TikTok Video:

TikTok Top 10: আজীবন লালনের পর বৃদ্ধ মায়ের খাবার বাসি রুটি?

TikTok Top 10: টিকটক VIDEO -তে এবার কি করলেন নেহা কক্কর!

Click for more trending news


.