TikTok Video: দেখুন কীভাবে গাড়ির ভিতর থেকে সিংহের ছবি তুলছে কয়েকজন বাচ্চা
প্রতিদিনের মতো আজও টিকটকে (TikTok) রয়েছে মজাদার কিছু ভিডিও যেগুলো দারুণভাবে ভাইরালও হয়েছে। আচ্ছা, আপনি কখনো কাউকে বাইক নিয়ে চাষের কাজ করতে দেখেছেন? একটি মেয়ে চাষ করার জন্যে যেমন আয়োজন করল তা দেখে আপনি হতবাক হয়ে যাবেন। তিনি বাইকে বসেই দারুণ উপায় বের করেছেন চাষবাস করার, আপনি মজা পাবেন দেখলে। তবে শুধু হাসির নয়, একটি বিপজ্জনক ভিডিও ভাইরাল হয়েছে এই সময়, যাতে দেখা যাচ্ছে কীভাবে একটি সিংহ (Lion) কয়েকজন বাচ্চাকে সাংঘাতিক ভয় পাইয়ে দিয়েছে। বাচ্চারা গাড়ির ভিতরে বসেই একটি সিংহের ছবি তুলছিল। আর ঠিক সেই সময়েই পশুরাজ (Lion Attack) এমন গর্জন করে উঠলেন, যে বাচ্চারা ছবি তোলা ভুলে ভয়ে গাড়ির ভিতরে ঢুকে যায়। টিকটকে ট্রেন্ডিং এই সব ভিডিও। তবে সেই ভিডিওগুলির (Viral Vide) মধ্যে থেকে আমরা আপনার জন্য বেছে বেছে ৫ টি দুর্দান্ত ভিডিও নিয়ে এসেছি। আজকের সেরা ৫টি টিকটক ভিডিও দেখে নিন আপনিও ...
টিকটকে সেরা ৫ ভাইরাল ভিডিও
১. চাষ করার জন্যে অভিনব উপায় বের করল মেয়েটি: একটি মেয়ে চাষ করার জন্যে যেমন আয়োজন করল তা দেখে আপনি হতবাক হয়ে যাবেন। তিনি বাইকে বসেই দারুণ উপায় বের করেছেন চাষবাস করার, আপনি মজা পাবেন দেখলে। আলের উপর দিয়ে তিনি চালাতে চাইছেন দু'চাকার যানটি, দেখুন সেই ভিডিও:
২. নিজেকে আয়নায় দেখে সাংঘাতিকভাবে ঘাবড়ে গেল কুকুরটি: নিজেই নিজেকে আয়নায় দেখে ঘাবড়ে গেল একটি কুকুর। এমন ভয় পেয়ে গেল যে দাঁত-মুখ খিঁচিয়ে ডাকাডাকিও শুরু করল ওই চারপেয়ে জীব। দেখুন এই মজার ভিডিওটি।
৩. গাড়ির ভিতর থেকে সিংহের ছবি তুলতে গিয়ে পশুরাজের হুঙ্কার শুনতে হল...: এই ভিডিওটি দেখলে আপনারও হাড় হিম হয়ে যেতে পারে। রাস্তার মধ্যে বসে থাকা এক সিংহকে দেখে গাড়ির মধ্যে থেকে মুখ বাড়িয়ে ছবি তুলছিল কয়েকজন বাচ্চা। সেই সময় বিরাট এক হুঙ্কার ছাড়লেন পশুরাজ। ব্যস! ক্যামেরা ট্যামেরা গুটিয়ে গাড়ির মধ্যে গুটিসুটি ওই বাচ্চারা।
৪. তরুণীর কোলে চড়ে বসল একটি বিড়াল: কোনও মেয়ে যদি বিড়ালকে ভয় পায় তাহলে সে বিড়ালের কাছাকাছি এলে ঠিক কী করতে পারে? দেখুন কীভাবে এই মেয়েটির কোলে চড়ে বসল একটি কালো বিড়াল, এবং তারপর ঠিক কী প্রতিক্রিয়া হল মেয়েটির।
৫. দেখে নিন কীভাবে টিকটক ভিডিও তৈরির সময় হেনস্থা হলেন এই ব্যক্তি: একটি নদীর ধারে বলিউডের হিট গান চালিয়ে টিকটক ভিডিও করছিলেন এক ভিডিও। ঠিক সেই সময় অন্য আরেক ব্যক্তি এসে সপাটে এক চড় মেরে তাঁকে ফেলে দিলেন নদীতে।
Click for more
trending news