हिंदी में पढ़ें
This Article is From Sep 23, 2019

TikTok Top 5: টিকটকে নেহার ভিডিও, কি বললেন তার ভক্তরা...

TikTok Videos: একটা মেয়েও ফুটবল পায়ে নিয়ে কত কেরামতি দেখতে পারে, তা এই ভিডিও না দেখলে বিশ্বাস করতে পারবেন না

Advertisement
অফবিট

Nehar Kakkar TikTok: টিকটকে দেখুন নেহা কক্করের ভিডিও...

Highlights

  • টিকটকে নতুন ভিডিও আপলোড করলেন নেহা কক্কর
  • টিকটকে নেহার আপলোড করা ভিডিও গুলি প্রায় সকলেই পছন্দ করেন
  • এই ভিডিওটি ছয় লক্ষের বেশি লাইক পেয়েছে
নিউ দিল্লি :

TikTok Top 5: টিকটক (TikTok)-এ প্রতিদিন বহু ভিডিও ট্রেন্ড হয়। আপনি প্রতিদিনই টিকটকে নতুন নতুন ভিডিও দেখতে পান, সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এই ভিডিও গুলি যথেষ্ট পরিমাণে শেয়ার করা হয়। আজও ট্রেন্ডিং-এ বেশ কিছু ভিডিও স্থান করে নিয়েছে। তার মধ্যে সর্বাগ্রে আছে নেহা কক্করের (Neha Kakkar) গানের ভিডিও। সেই সাথে একটি মেয়ের ফুটবল খেলার ভিডিও। আজ টিকটকে যে সমস্ত ভিডিও গুলি ট্রেন্ডিং (TikTok Top 5 Videos) করছে তার মধ্যে থেকে সেরা পাঁচটি ভিডিও বেছে নেওয়া হল আপনাদের জন্য।    


১. নেহা কক্করের কিউট ভিডিও: 

 এই ভিডিওতে নেহাকে গান গাইতে দেখা যাচ্ছে।  সহস্রাধিক লোক এই ভিডিও দেখার পর মন্তব্য পেশ করেছে, তবে সকলেই একবাক্যে বলেছে, ''নেহা আপনি খুবই কিউট।'' এই ভিডিওতে ৬ লক্ষের বেশি লাইক আছে।  

  .  

২. 'Samjhawan' গানে মেয়েটির অসাধারণ অভিব্যক্তি 

Advertisement

'Samjhawan' গায়েন মেয়েটির অভিব্যক্তি দেখলে অন্যান্যদের মতো আপনারও মন গোলে যাবে। মেয়েটিকে একেবারেই দেশীয় সাজে দেখা গেছে, যা সকলেরই বেশ পছন্দ হয়েছে।  এই ভিডিও বহুবার শেয়ার করা হয়েছে। 

  .  

৩. সুস্বাদু নুডলস 

আজকলা প্রায় আবাল-বৃদ্ধ-বনিতা নুডলস খেতে পছন্দ করে।  যারা চাইনিজ খেতে ভালোবাসে তাদের কথা মাথায় রেখেই আজকাল রাস্তায় রাস্তায় নুডলসের দোকান দেখতে পাওয়া যায়।  দেখুন ভিডিও টি...

  .  

৪. পায়ে ফুটবল নিয়ে অবিশ্বাস্য কেরামতি: 

Advertisement

এই ভিডিওতে দেখতে পাবেন পায়ে ফুটবল নিয়ে কি কি কেরামতি দেখানো যায়, তাও ফুটবলটি  আছে একটা মেয়ের পায়ে, কোনো ছেলের পায়ে নয়। এই ভিডিওতে মেয়েটি যা স্কিল দেখিয়েছেন, তা দেখে অবাক হবেন আপনিও। এই ভিডিওটি বেশ পছন্দের ভিডিও হয়ে উঠেছে, আড়াই লক্ষের বেশি মানুষ এটিতে লাইক করেছে।    

  .  

৫. পরিবেশের কথা মাথায় রেখে তৈরী অসাধারণ এক ভিডিও: 

এই ভিডিওতে একটা খুবই সুন্দর আঁকা দেখতে পাবেন। পরিবেশ দূষণ প্রতিরোধ করতে এক শিল্পী নিজের রঙ ও তুলির সাহায্যে নিজের মনের বিচার গুলি তুলে ধরেছেন।  দেখুন ভিডিও...

  .  
Advertisement