हिंदी में पढ़ें
This Article is From Oct 15, 2019

TikTok Top 5: তুষার কাপুরের ছেলে যোগ ব্যায়াম শেখার সময় পিছন থেকে তৈমুর কী করল! দেখুন VIDEO

TikTok Top 5:টিকটকে যে ভিডিও গুলি ট্রেন্ড (TikTok Trending Videos) করছে, তার মধ্যে থেকে সেরা পাঁচটি ভিডিও  (TikTok Top 5 Videos) আজ বেছে নেওয়া হল আপনাদের জন্য

Advertisement
অফবিট

তুষার কাপুরের ছেলে ব্যায়াম শেখার সময় পিছন থেকে আসে তৈমুর...

নিউ দিল্লি :

TikTok Top 5 Videos: প্রতিদিনই টিকটকে কোনো না কোনো ভিডিও ট্রেন্ড করে, আজও তার ব্যতিক্রম ঘটেনি। তুষার কাপুরের ছেলে লক্ষ্য কাপুর ও করিনা কাপুরের ছেলে তৈমুরের একটা ভিডিও আজ টিকটকে ভাইরাল হয়ে গেছে। এই ভিডিওতে লক্ষ্যকে তার যোগার শিক্ষকের কাছে ব্যায়াম শিখতে দেখা যাচ্ছে।  এমন সময় তৈমুর পিছন থেকে এসে শিক্ষকের গলা জরিয়ে ধরে। এই ভিডিওতে আপনারা করিনা কাপুরকেও বসে থাকতে দেখতে পাচ্ছেন। সম্প্রতি টিকটকে আর একটা বাচ্চাকেও দেখা যাচ্ছে, ট্রেনে গান গাইলেও কী অদ্ভুত তার ভঙ্গিমা, তা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। টিকটকে যে ভিডিও গুলি ট্রেন্ড (TikTok Trending Videos) করছে, তার মধ্যে থেকে সেরা পাঁচটি ভিডিও  (TikTok Top 5 Videos) আজ বেছে নেওয়া হল আপনাদের জন্য।  

TikTok Top 5 Viral Videos

১. তুষার কাপুরের ছেলে ব্যায়াম শেখার সময় কি করল তৈমুর: এই ভিডিওটি টিকটকে খুবই ভাইরাল হয়েছে। এই ভিডিওতে তুষার কাপুরের ছেলে লক্ষ্যকে ব্যায়াম শিখতে দেখা যাচ্ছে।  পিছন থেকে তৈমুর এসে শিক্ষকের গলা জরিয়ে ধরে।  

  .  

Advertisement

২. ট্রেনের ভেতর অদ্ভুত ভঙ্গিমায় গান গাইছে ছেলেটি: ট্রেনের ভেতরে গান গায়, এমনি এক ছেলের ভিডিও আজকাল খুবই দেখা যাচ্ছে। অমিতাভ বচ্চন অভিনীত 'ইয়ারানা' সিনেমার গান 'তেরে জ্যায়সা ইয়ার...'' গানটি গেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে ছেলেটি। এই ভিডিওটি সকলেই বেশ পছন্দ করছে।  

  .  

Advertisement

৩. ঋদ্ধিমান সাহার 'সুপারম্যান' ক্যাচ ভাইরাল হল টিকটকে: কিছুদিন আগে ভারত ও সাউথ আফ্রিকার মধ্যে যে টেস্ট ম্যাচের আয়োজন হয়েছিল তাতে ঋদ্ধিমান সাহার একটি ক্যাচ খুবই ভাইরাল হয়ে যায়।  তিনি চারবার শূন্যে লাফিয়ে তারপর বলতে ধরেন।  এই ভিডিও টিকটকে খুবই ভাইরাল হয়ে যায়।  

  .  

Advertisement

৪. অদ্ভুত ভাবে আউট হলেন মহিলা ক্রিকেটার: কিছুদিন আগেই অস্ট্রেলিয়ায় ও ইংল্যান্ডের মধ্যে মহিলাদের ক্রিকেটে এক অদ্ভুত আউট দেখা যায়। নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ব্যাটে বলে সঠিক ভাবে লাগলেও সামনে দাঁড়িয়ে থাকা তার দলের অন্য খেলোয়ারের জন্য আউট হয়ে যেতে হয় তাকে। দেখুন ভিডিও...

  .  

৫. দেশলাই চাওয়াতে পেলেন উপযুক্ত জবাব: যারা ধুম্রপানা করেন, তাদের কাছে দেশলাই বা লাইটার না থাকলে পাশের লোকেদের কাছে গিয়ে 'আগুন' বলে  নিঃসঙ্কচে চেয়ে নেন দেশলাই। এই ভিডিওতেও এমনি ঘটনা ঘটেছে।  কিন্তু দেশলাই চাওঁতে কি জবাব পেলে ব্যক্তি, তা দেখে নিন.... 

Advertisement

  .  

Advertisement