This Article is From Apr 17, 2020

কীভাবে সেকেন্ডে কাটবেন তরমুজ? দেখে নিন এই ভিডিওয়

তার মধ্যেই এক টিকটক ইউজার সেকেন্ড কেটে ফেললেন গোটা তরমুজ!

কীভাবে সেকেন্ডে কাটবেন তরমুজ? দেখে নিন এই ভিডিওয়

সেকেন্ডে টুকরো গোটা তরমুজ

হাইলাইটস

  • গরমে আরাম পেতে তরমুজ অনবদ্য
  • সেকেন্ডে টুকরোয় কাটলেন টিকটক ইউজার
  • সোশ্যালে আসতেই ভাইরাল ভিডিও

গরম মানেই তরমুজ, পেঁপে, আম, আনারস এবং তরমুজের (Watermelon) মরশুম। তার মধ্যে বেশির ভাগের প্রিয় তরমুজ। কারণ, এই ফলের ৯২% জলে পূর্ণ। তাই জলের ঘাটতি মেটাতে সহজেই এই ফল দিয়ে অনেকেই টিফিন সারেন। একই সঙ্গে সুস্বাদুও।

ফের মানবিক প্রশাসন! দেবদূতের মতোই আত্মহত্যার থেকে বাঁচালো যুবককে

যদিও তরমুজ কেটে টুকরো করার বিভিন্ন উপায় আছে। তার মধ্যেই এক টিকটক ইউজার সেকেন্ড কেটে ফেললেন গোটা তরমুজ! 'পপস কিচেন' নাম দিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে সেই ভিডিও আপলোড করতেই ভাইরাল সেটি। 

ভিডিওটি একবার দেখুন:

@popskitchen

who cuts watermelon like this????##food##fruits##tiktokchef##foodart##vegan##summerfood##tiktokfoodie

♬ PHOTO - LUKA CHUPPI


৩৩ মিলিয়নেরও বেশি ভিউয়ার্স এবং ১.২ মিলিয়ন লাইক পেয়েছে তরমুজ কাটার এই বিশেষ পদ্ধতির ভিডিও।টিকটক ইউজার প্রথমে তরমুজের দু'পাশ অর্ধবৃত্তাকারে কেটে নেন। তারপরে, তিনি তরমুজের পিঠে লম্বা করে কাটতে শুরু করেন। তারপর চওড়ায়। এভাবে নিমেষে গোটা তরমুজ টুকরো হয়ে যায়।

বন্ধ সেলুন, বাবার দাড়ি-গোফ ছেঁটে শেষে 'নাপিত' মন্ত্রীর ছেলে!

দ্রুত কাটার জন্য টিকটক ইউজার একটি মাংস কাটার ছুরি ব্যবহার করেছিলেন। যদিও এভাবে কেটে রাখা তরমুজ না খাওয়াই ভালো। ফ্রিজে রাখলেও কাটা ফলের গুণ চলে যায়। তাই প্রত্যেকবার তরমুজ খাওয়ার আগে চেষ্টা করুন গোয়া তরমুজ থেকে একটা অংশ কেটে নিয়ে খেতে।

Click for more trending news


.