This Article is From May 05, 2020

মেয়ের নাকের ভেতর আরশোলা, কী হল তারপর? দেখুন ভাইরাল ভিডিও

TikTok Video: স্ক্রিনে ভার্চুয়াল আরশোলার সাথে ভিডিও বানাচ্ছে সাধারণ মানুষ, আর সেটা খুবই পছন্দের বিষয় হয়ে উঠেছে

মেয়ের নাকের ভেতর আরশোলা, কী হল তারপর? দেখুন ভাইরাল ভিডিও

TikTok ভিডিও বানাচ্ছিল মা, সেই সময় মেয়ের নাকে ঢুকে পড়ে আরশোলা

করোনা ভাইরাসের (CoronaVirus) আতঙ্কে আতঙ্কিত সারা বিশ্ব, পিছিয়ে নেই ভারতবর্ষ।ঝড়ের গতিতে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা, ভারতবাসীদের এই আতঙ্কের হাত থেকে বাঁচানোর উদ্দেশে আগামী ১৭ই মে পর্যন্ত কেন্দ্রীয় সরকার সারা ভারত জুড়ে লকডাউন ঘোষণা করেছে। এই রকম অবস্থায় মানুষ যেখানে গৃহবন্দী, সেখানে মোবাইলই হয়েছে সঙ্গের সাথী। ঘরে বসে বিভিন্ন মজার ভিডিও বানিয়ে শেয়ার করছে সোশ্যাল মিডিয়ায়। প্রতিদিন বহু টিকটক ভিডিও ভাইরাল হচ্ছে। যা দেখে আপনিও নিজের হাসি ধরে রাখতে পারবেননা। টিকটকে বেশ কিছু নতুন ফিল্টার্স এসেছে, যার সাহায্যে মানুষ নিত্য নতুন ভিডিও তৈরি করছে। 

টিকটকে এমনই একটি মজাদার ফিল্টার হল আরশোলার। একদম ঠিক ধরেছেন, স্ক্রিনে ভার্চুয়াল আরশোলার সাথে ভিডিও বানাচ্ছে সাধারণ মানুষ, আর সেটা খুবই পছন্দের বিষয় হয়ে উঠেছে। এমনই এক ফিল্টারের সাহায্যে টিকটক ভিডিও বানাতে দেখা গেলো এক মাকে। তখনই পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির নাকে আরশোলা ঢুকতে দেখা যায়, তা দেখে মেয়েটি যেভাবে অভিব্যক্তি প্রকাশ করেছে, তা রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছে।  

ভিডিও-তে মাকে আরশোলা ফিল্টার-এর সাহায্যে ভিডিও করতে দেখা যাচ্ছে। ইতিমধ্যে বাচ্চা মেয়েটি এসে মায়ের পাশে দাঁড়ায়, তার মুখের ওপর আরশোলা ঘুরতে দেখে খুব খুশি হয় সে।  কিন্তু আরশোলা নাকের মধ্যে ঢুকছে দেখে ভয় পেয়ে যায় সে, নাকে আঙুল ঢুকিয়ে ক্রমাগত বার করার চেষ্টা করতে থাকে। তখনই আরশোলাটা বাইরে বেরিয়ে আসে, কান্নায় ভেঙে পড়া বাচ্চাটি জড়িয়ে ধরে নিজের মাকে। টিকটকে ভিডিও-টি খুবই ভাইরাল হয়েছে, সকলের বেশ পছন্দের ভিডিও হয়ে উঠেছে এটি।  

দেখুন TikTok Viral Video:

@kinginiiiiiiiii

kollalllo sambhavam.....

♬ original sound - Kamal Bishnoi

৫ মিলিয়ন ভিউয়ার্স হয়েছে এই ভিডিওটির। ২ লক্ষের বেশি লাইকস ও কমেন্টস পেয়েছে ভিডিওটি। 

Click for more trending news


.