ঠাকুমা নাতির এই জুটি দেখে মন ভালো হবেই আপনার
নিউ দিল্লি: টিকটক (TikTok) নিয়ে যতই বিতর্ক হোক না কেন, বহুমানুষের মন ভালো করার অস্ত্র এই বিশেষ ভিডিও শেয়ারিং অ্যাপ। টিকটক (TikTok) অ্যাপ নিয়ে সমালোচনা এখনও জারি রয়েছে, তবু এরই মাঝে মন ফুরফুরে করে দেওয়া কিছু ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে নিয়মিত। শুধু ভাইরাল হচ্ছে না, বরং হৃদয়ও ছুঁয়ে যাচ্ছে মানুষের। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে যাতে ঠাকুমা আর নাতির যুগলবন্দি চোখ টেনেছে নেটিজেনদের। ধনুষের বিখ্যাত গান ‘কোলাভরি ডি...' (Kolaveri Di) অন্যরকমভাবে পেশ করেছেন তাঁরা।
পনীরের বদলে চিকেন! ৫৫,০০০ টাকা জরিমানা Zomato -র
এই ভিডিওতে দেখা যাচ্ছে নাতির সঙ্গে সমানে সমানে পাল্লা দিচ্ছেন ঠাকুমা। ঠাকুমা আর নাতির এই মিষ্টি মজার সম্পর্ক স্বাভাবিক ভাবেই আপনার ঠোঁটেও হাসির রেশ রেখে যাবেই। ভিডিওতে দিব্যি খোশমেজাজে থাকা প্রৌঢ় ঠাকুমাকে দেখে আপনার বয়সও কমে যেতে পারে নিমেষে। টুইটারে একজন এই ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “টিকটকেরকিছু ভিডিও সুপার কিউট”। টুইট করতে না করতেই এই ভিডিও ভাইরাল হয়ে পড়ে বলা বাহুল্য। বহু মানুষ এই ভিডিওটি পছন্দ করেছে এবং নিজেদের মতামতও জানিয়েছেন।
মজার ব্যাপার হল যে এই ঠাকুমার আরও ভিডিও মানুষ খুঁজে পেয়েছেন টুইটারে, সেগুলিও ব্যাপক হারে শেয়ার করছেন মানুষ।
Watch Video: গোবিন্দাকে দেখে আর নিজেকে ধরে রাখতে পারলেন না মাধুরী, পৌঁছে যান মঞ্চে
ঠাকুমা আর নাতির মিষ্টি সম্পর্ক আরও অনেক পথ পাড়ি দিক। পুরনো প্রজন্ম এবং জেন ওয়াইয়ের যুগলবন্দি অটুট থাকুক।
Click for more
trending news