নুসরতের (Nusrat Jahan) টিকটক (Tiktok) ভিডিও ভাইরাল
হাইলাইটস
- দেখে নিন নুসরতের বাছাই করা ৫টি ভিডিও
- নুসরতের টিকটক (Tiktok) ভিডিও ভাইরাল
- নুসরতের মজাদার ভিডিও অবাক করবে আপনাকেও
নিউ দিল্লি: টিএমসির (TMC) সংসদ সদস্য ও অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan) সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। নুসরত যদিও সংসদে তার অনবদ্য স্টাইলের জন্য অনেক সময়তেই শিরোনামে থাকেন, তবে মাঝে মধ্যে তিনি সোশ্যাল মিডিয়া-তে যে ধরণের ভিডিও (Nusrat Jahan Video) গুলি শেয়ার করেন, সেগুলি অভিনেত্রীর জনপ্রিয়তা কয়েক গুণ বৃদ্ধি করে দেয়। অভিনেত্রী নুসরত জাহান-এর কয়েকটি Tiktok Video ইন্টারনেটে খুবই ভাইরাল হচ্ছে। এই ভিডিও গুলিতে অভিনেত্রী নিজের স্টাইলে মজা করে সবাইকে হাসিয়েছেন এবং তিনি নিজের সৌন্দর্যে দিয়ে সবাইকে বেশ অবাকও করেছেন। নুসরতের সবচেয়ে পাঁচটি ভাইরাল Tiktok Video দেখে নিন এক নজরে:
Viral Pics: চুটিয়ে প্রেম, বিয়ে বৃদ্ধাশ্রমে
এই ভিডিও-তে নুসরতকে একেবারেই ট্রেডিশনাল লুকে দেখা গেছে।
নুসরত জাহানের এই মজাদার ভিডিও ইন্টারনেটে খুবই ভাইরাল হয়েছে। এই ভিডিও-তে, অভিনেত্রী একটি শিশুর সাথে ''ধড়কন' এর বিখ্যাত সংলাপ বলতে দেখা যাচ্ছে।
এই ভিডিও-তে অভিনেত্রীকে 'দ্যা কপিল শর্মা শো' (The Kapil Sharma Show)-এর বাচ্চা যাদবের মজাদার জোক্স বলতে দেখা যাচ্ছে।
এই ভিডিওতে অভিনেত্রীকে 'ইয়াদ পিয়া কি আনে লাগি' গানটিতে অসাধারণ নাচ করতে দেখা গেছে।
Viral Video: টাকা পয়সা নয়, এই রুটের অটোয় পেঁয়াজ দিয়ে চলছে ভাড়া মেটানো!
এই ভিডিও-তে নুসরত (Nusrat Jahan) যেভাবে নিজেকে তুলে ধরেছেন, তাতে সত্যিই তিনি নিজের পারদর্শিতার প্রমান দিয়েছেন।
প্রসঙ্গত, নুসরত বাংলা সিনেমার অভিনেত্রী হওয়ার সঙ্গে সঙ্গে একজন সাংসদও। তিনি ২০১২ সালে লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়ান। বাংলার বসিরহাট আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে নুসরত জাহান প্রায় সাড়ে ৩ লাখ ভোটে জয়ী হন। বাঙালি অভিনেত্রী নুসরত জাহান 'শত্রু' দিয়ে নিজের অভিনয়ের জীবন শুরু করেছেন।এর পরে, তিনি 'খোকা ৪২০' এবং 'লাভ এক্সপ্রেস' ছবিতেও নিজের অনবদ্য অভিনয় দেখান। নুসরত জাহান নিজের কেরিয়ার শুরু করার সাথে সাথে ফেয়ার ওয়ান মিস কলকাতার খেতাবও অর্জন করেছিলেন।
Click for more
trending news