हिंदी में पढ़ें
This Article is From Mar 31, 2020

TikTok Viral Video: লকডাউনে মেয়ে সেজে রাস্তায় পুরুষ, পুলিশ ধরতেই...

অবশেষে মুখোশের আড়াল থেকে সেই ব্যক্তির আসল মুখটি দেখতেই হতবাক পুলিশ। ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে, ‘‘পঞ্জাব পুলিশ বাসন্তীর পোশাকে গব্বর সিংহকে ধরেছে।’’

Advertisement
অফবিট Written by , Edited by

TikTok Viral Video: পুলিশকে ফাঁকি দিতে ছদ্মবেশ ধরেও মিলল না রেহাই।

Highlights

  • লকডাউনের মধ্যে এক ব্যক্তির মহিলা সেজে বাইরে ঘুরতে বেরনোর ভিডিও ভাইরাল
  • ভিডিওটি এখনও পর্যন্ত দেখা হয়েছে ৫০ লক্ষেরও বেশি বার
  • লাইকের সংখ্যা ছাপিয়ে গিয়েছে ৩ লক্ষ

করোনা ভাইরাসের (Coronavirus) প্রকোপ ক্রমেই বাড়ছে দেশজুড়ে। গত সপ্তাহ থেকে ২১ দিনের জন্য সম্পূর্ণ লকডাউনে রয়েছে দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) সকলের কাছে আবেদন জানিয়েছেন বাড়ি থেকে না বেরনোর জন্য। কিন্তু তা সত্ত্বেও অনেকেই লকডাউনের নিয়ম লঙ্ঘন করে বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বেরিয়ে পড়ছেন। লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশও তৎপর রয়েছে। তবুও নিয়ম ভাঙার প্রবণতা দৃশ্যমান রয়েছে। টিকটকে ভাইরাল (TikTok Viral Video) হয়েছে একটি ভিডিও, যেখানে এক ব্যক্তি মহিলা সেজে বাইরে ঘুরতে বেরিয়েছেন।

সকাল "১১টা পর্যন্ত" রাস্তায় কোনও অভিবাসী শ্রমিক নেই: সুপ্রিম কোর্টকে বলল কেন্দ্র

ভিডিওটা পঞ্জাবের বলে জানা গিয়েছে। ভিডিওয় দেখা যাচ্ছে এক ব্যক্তি গাড়ির পিছনের আসনে মেয়েদের পোশাক পরে বসে রয়েছেন। পুলিশ যখন বুঝতে পারে, বসে থাকা ব্যক্তিটি মহিলা নয়, তখন তাঁকে মাস্ক খুলে ফেলতে বলা হয়। অবশেষে মুখোশের আড়াল থেকে সেই ব্যক্তির আসল মুখটি দেখতেই হতবাক পুলিশ। ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে, ‘‘পঞ্জাব পুলিশ বাসন্তীর পোশাকে গব্বর সিংহকে ধরেছে।''

Advertisement

দেখুন ভিডিও:

@ambigurjarofficial

##LifebuoyKarona##funny##funnyvideos##police##viralvideo##viral##duet##foryou##comedy##tiktok##tiktokindia##foryoupage

♬ original sound - Ambi Gurjar

ভিডিওটি এখনও পর্যন্ত দেখা হয়েছে ৫০ লক্ষেরও বেশি বার। লাইকের সংখ্যা ছাপিয়ে গিয়েছে ৩ লক্ষ। কমেন্ট পড়েছে ১,০০০।

Advertisement

দেশে করোনভাইরাসের প্রকোপ ক্রমাগত বাড়ছে। এখনও পর্যন্ত ১৪২৪ জন আক্রান্ত হয়েছেন। মৃত ৪৭। সুস্থ হয়ে উঠেছেন ১৪০ জন।

বিশ্বব্যাপী ত্রাসের সঞ্চার করা এই ভাইরাসের সংক্রমণের শৃঙ্খল ভাঙতে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

Advertisement