This Article is From Nov 04, 2018

বিভাজনের উদ্দেশে খুন, অসমের ঘটনা প্রসঙ্গে মত তৃণমূলপন্থী বুদ্ধিজীবীদের

মানুষের মধ্যে বিভাজন তৈরি করতেই অসমের ঘটনা ঘটানো হয়েছে, মত তৃণমূলপন্থী বুদ্ধিজীবীদের।

Advertisement
অল ইন্ডিয়া Posted by

তিনসুকিয়ায় গিয়ে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তৃণমূলের প্রতিনিধি দল।

Highlights

  • অসমের ঘটনার প্রতিবাদে কলকাতায় মিছিল করলেন তৃণমূলপন্থী বুদ্ধিজীবীরা
  • আকাডেমি চত্বরে রবিবার এই মিছিল হয়
  • তিনসুকিয়ার পাঁচ বাঙালিকে হত্যার প্রতিবাদে প্রথম থেকেই সরব তৃণমূল
কলকাতা:

অসমের ঘটনার প্রতিবাদে কলকাতায় মিছিল করলেন তৃণমূলপন্থী বুদ্ধিজীবীরা। আকাডেমি চত্বরে রবিবার এই মিছিল হয়। পরে সভাও হয়। তাঁদের অনুমান মানুষের মধ্যে বিভাজন তৈরি করতেই অসমের ঘটনা ঘটানো হয়েছে। কবি সুবোধ সরকার বলেন, 'ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজন করার উদ্দেশ্য থেকেই অসমের ঘটনার সূত্রপাত। যে কোনও মূল্যে এ ধরনের পরিকল্পনা ব্যর্থ করে  দেশকে রক্ষা করতে হবে।' মিছিলে পা মেলান অর্থনীতিবিদ অভিরূপ সরকার। তাঁর কথায়, 'আমার মনে হয় এ রাজ্যের মানুষ এই বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। এ ধরনের আক্রমণ বন্ধ করা না গেলে দেশের পরিস্থিতি ভায়াবহ হয়ে উঠবে।' শিল্পী শুভাপ্রসন্ন বলেন, 'আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষের উপর এ ধরনের আক্রমণ মেনে নেওয়া যায় না। আমরা স্বজন হারানো মানুষদের পাশে আছি।'

এর আগে এদিন  সকালে অসমের তিনসুকিয়ায় গিয়ে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তৃণমূলের প্রতিনিধি দল। পরিবার পিছু এক লক্ষ টাকা করে অর্থ সাহায্যের ঘোষণা করলেন তাঁরা। সেদিন রাতে ঠিক কী কী হয়েছিল তাও শোনেন তৃণমূলের সাংসদ ও বিধায়করা। ছিলেন রাজ্যসভার দুই সাংসদ ডেরেক ও ব্রায়েন এবং নাদিমূল হক, লোকসভার সাংসদ মহুয়া মৈত্র। প্রায় ঘণ্টা দুয়েক সেখানে ছিলেন বাংলার শাসক দলের নেতা নেত্রীরা। অসমের তিনসুকিয়ার পাঁচ বাঙালিকে হত্যার প্রতিবাদে প্রথম থেকেই সরব তৃণমূল। কলকাতার রাস্তায় মিছিলও করেছে শাসক দল।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement