This Article is From Oct 11, 2018

তৃতীয়া পর্যন্ত বৃষ্টির আশঙ্কা, চতুর্থী থেকে কাটবে মেঘ, বলছে আবহাওয়া দপ্তর

পুজোর আগেই কি ভাসবে কলকাতা? আশঙ্কা তেমনই। আবহাওয়া দপ্তর বুধবার বেশি রাতের দিকে এ খবরই জানিয়েছে।

তৃতীয়া পর্যন্ত বৃষ্টির আশঙ্কা, চতুর্থী থেকে কাটবে মেঘ, বলছে  আবহাওয়া দপ্তর

পুজোর সময়  আবহাওয়া মোটের উপর ভালই থাকতে চলেছে।    

হাইলাইটস

  • আগামী চার দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির যথেষ্ট সম্ভবনা থাকছে
  • বৃষ্টির পূর্বাভাস জারি হওয়ায় পুজো উদ্যোক্তাদের মাথায় হাত
  • বঙ্গোপসাগরে দানা বাঁধা ঘূর্ণিঝড় তিতিলের প্রভাবেই তৈরি হয়েছে এই পরিস্থিতি
কলকাতা:

পুজোর আগেই কি ভাসবে কলকাতা? আশঙ্কা তেমনই। আবহাওয়া দপ্তর বুধবার বেশি রাতের দিকে এ খবরই জানিয়েছে। আবহাওয়া দপ্তরের কর্তারা বলছেন আগামী চার দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে  বৃষ্টির যথেষ্ট সম্ভবনা থাকছে। বৃষ্টির পূর্বাভাস জারি হওয়ায় পুজো উদ্যোক্তাদের মাথায় হাত। তবে তারপর মেঘ কাটতে শুরু করবে। ইতিমধ্যেই শহর ও শহরতলিতে  বৃষ্টি শুরু হয়েছে। বঙ্গোপসাগরে দানা বাঁধা ঘূর্ণিঝড় তিতিলের প্রভাবেই  তৈরি হয়েছে এই পরিস্থিতি। একটা সময় আবহাওয়াবিদদের  মনে হচ্ছিল এ রাজ্যেই আছড়ে পড়বে তিতলি। কিন্তু শেষমেশ তা গতি পথ বদল করে। তবে বৃষ্টির হাত থেকে রেহাই  মিলছে না।                            

 

আলিপুর আবহাওয়া দপ্তরের এক আধিকারিক জানান, এ রাজয় থেকে ঘূর্ণিঝড় এখন 240 কিলোমিটার দূরে  অবস্থান করছে। তার জেরেই বৃষ্টি।  আর তাই তৃতীয়া মানে  13 তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভবনা থাকছে।  দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে বেশি বৃষ্টি হতে পারে।  

এত চিন্তার মধ্যে সস্তির খবর এটাই যে এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে পুজোর সময়  আবহাওয়া মোটের উপর ভালই থাকতে চলেছে।                 

.