This Article is From Oct 10, 2018

ওড়িশার দিকে ধেয়ে আসছে 'তিতলি', ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আগামী দু'দিন

বঙ্গোপসাগরের আকাশে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল, তা ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে বলে জানা গিয়েছে।

ওড়িশার দিকে ধেয়ে আসছে 'তিতলি', ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আগামী দু'দিন

ওড়িশা ও অন্ধ্রের উপকূলের দিকে ধেয়ে আসছে সাইক্লোন 'তিতলি'।

ভুবনেশ্বর:

বঙ্গোপসাগরের আকাশে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল, তা ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে বলে জানা গিয়েছে। জাতীয় আবহাওয়া দফতর থেকেই এই খবর জানানো হয়েছে। শুধু তাই নয়। জারি করা হয়েছে সতর্কবার্তাও। আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই ভয়াবহ সাইক্লোন ‘তিতলি’ আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ওড়িশার গোপালপুরের 560 কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপতনমের 480 কিলোমিটার দক্ষিণ-পূর্বদিকে এই মুহূর্তে অবস্থান করছেন এই বিশেষ ধরনের সাইক্লোনটি।

ওড়িশা সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই জারি করা হয়েছে কড়া সতর্কতা। সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে প্রতিটি জেলায়। যাতে সাইক্লোন আছড়ে পড়লে জেলা প্রশাসন ব্যবস্থা নিতে পারে অবিলম্বে।

জাতীয় আবহাওয়া দফতর ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ ও উত্তর অন্ধ্রপ্রদেশে ‘তিতলি’র কারণে ভয়াবহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করে দিয়েছে। এছাড়া, ওড়িশাতে বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।    

.