This Article is From Oct 31, 2019

রাজ্যের আগামী উপ ‌নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস

পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদর, নদিয়ার করিমপুর এবং উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এই উপ ন‌ির্বাচন হবে।

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় নির্বাচনের প্রার্থীদের কথা জানিয়েছেন।

আগামী ২৫ নভেম্বর রাজ্যে তিন বিধান‌সভা (assembly) কেন্দ্রে উপ নির্বাচন (bypolls)। বৃহস্পতিবার সেই নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস (TMC)। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদর, নদিয়ার করিমপুর এবং উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এই উপ ন‌ির্বাচন হবে। বর্তমানে ওই তিন কেন্দ্রে যথাক্রমে বিজেপি, তৃণমূল ও কংগ্রেস ক্ষমতায় রয়েছে।

তৃণমূল‌ের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘‘খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের জন্য আমরা প্রার্থী হিসেবে মনোনীত করেছি প্রদীপ সরকারকে। কালিয়াগঞ্জ থেকে তপন দেব ও করিমপুর থেকে বিমলেন্দু সিংহ রায় প্রার্থী হচ্ছেন। আমরা আত্মবিশ্বাসী তিনটি আসনেই জয়ী হওয়ার ব্যাপারে।''

কালিয়াগঞ্জের বিধায়ক কংগ্রেসের প্রমথনাথ রায়ের মৃত্যুর কারণেই ওখানে উপ নির্বাচন হবে। পাশাপাশি খড়গপুরের বিধায়ক দিলীপ ঘোষ মেদিনীপুর লোকসভা কেন্দ্রে জয়ী হয়ে সাংসদ হয়ে যাওয়ায় ওই কেন্দ্রে উপ নির্বাচন হবে। এদিকে করিমপুরের বিধায়ক মহুয়া মৈত্রও কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হওয়ার কারণে ওখানেও উপ নির্বাচন হবে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement
Advertisement