This Article is From Mar 17, 2020

ত্রুটির কারণে রাজ্যসভায় বাতিল দীনেশ বাজাজের মনোনয়ন

সংবাদিকদের দীনেশ জানিয়েছেন, ‘‘রাজ্যসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে আমার মনোনয়ন বাতিল হয়ে গেল কেননা আমার হলফনামায় নোটারির স্বাক্ষর নেই। ’’

ত্রুটির কারণে রাজ্যসভায় বাতিল দীনেশ বাজাজের মনোনয়ন

তৃণমূল কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী ছিলেন দীনেশ বাজাজ।

ত্রুটি থাকায় রাজ্যসভায়  (Rajya Sabha polls) দীনেশ বাজাজের মনোনয়ন বাতিল হয়ে গেল। তৃণমূল কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী ছিলেন দীনেশ। তাঁর হলফনামায় ত্রুটি থাকায় তাঁর মনোনয়ন বাতিল করে দেন রিটার্নিং অফিসার। সংবাদিকদের দীনেশ জানিয়েছেন, ‘‘রাজ্যসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে আমার মনোনয়ন বাতিল হয়ে গেল কেননা আমার হলফনামায় নোটারির স্বাক্ষর নেই। ''

আগামী ২৬ মার্চ রাজ্যসভায় পাঁচ আসনের নির্বাচন। দীনেশ বাজাজের মনোনয়ন বাতিল হওয়ার পরে বাকি পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবেন। তাঁদের মধ্যে চারজন তৃণমূল কংগ্রেসের প্রার্থী।

অপরজন সিপিআই(এম)-কংগ্রেস প্রার্থী। তাঁদের সকলের রাজ্যসভায় যাওয়া নিশ্চিত হয়ে গেল।

রাজ্যসভায়পঞ্চম আসনে সিপিআইএম এবং কংগ্রেসের সর্বসম্মত সম্ভাব্য প্রার্থী হচ্ছেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। সোমবার এক বর্ষীয়ান বাম নেতা এমনই জানিয়েছেন। 

রবিবার তৃণমূল কংগ্রেসের তরফে তাদের দলের চার প্রার্থীর নাম ঘোষণা করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকায় রয়েছেন অর্পিতা ঘোষ, মৌসম বেনজির নুর, দিনেশ ত্রিবেদি. এবং সুব্রত বক্সি।

লোকসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই, রাজ্যে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে একসঙ্গে লড়ছে সিপিআইএম এবং কংগ্রেস। পঞ্চম আসনটি খালি হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ শেষ হওয়ায়। ২০১৪ সালে তাঁকে মনোনীত করে রাজ্যসভায় পাঠায় সিপিআইএম। তবে ২০১৭ সালে তাঁকে বহিষ্কার করে দল।

মাত্র ৮ জন বিধায়ক হওয়ায়, প্রার্থী দিতে পারেনি বিজেপি।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.