ট্রেনের টিকিটে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। (ছবি প্রতীকী)
নিউ দিল্লি: ট্রেনের টিকিটে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। তার বিরুদ্ধে সরব হয়ে মঙ্গলবার বিজেপির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে। তাদের অভিযোগ, এক্ষেত্রে নির্বাচন কমিশনের কোড অব কন্ডাক্ট লঙ্ঘিত হয়েছে। তৃণমূলের অভিযোগ, ট্রেনের টিকিটে প্রধানমন্ত্রীর ছবির অর্থ, আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের প্রচারের কাজে ব্যবহার করা হচ্ছে। যা নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া নিয়মের বিরোধী। নির্বাচন কমিশনকে একটি চিঠি দিয়ে তৃণমূলে পক্ষ থেকে জানানো হয়, “আমরা এটা দেখে অবাক হয়ে যাচ্ছি যে, নির্বাচন কমিশনের মডেল কোড অব কন্ডাক্ট চালু হয়ে যাওয়ার পরেও ভারতীয় রেলের টিকিটে ক্ষমতায় থাকা দলটির প্রচার করা হচ্ছে। জনগণের সম্পত্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেওয়া রয়েছে। এর ফলে ভোটাররা নিশ্চিতভাবে প্রভাবিত হবেন”।
নির্বাচন কমিশন যাতে অবিলম্বে ব্যবস্থা নেয় এর বিরুদ্ধে, তার জন্য জোরালো আর্জি জানিয়েছে তৃণমূল কংগ্রেস।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)