This Article is From Aug 28, 2018

বাজপেয়ী স্মরণে থাকছে না তৃণমূল, সিপিএম কংগ্রেস

প্রাক্তন প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর স্মরণ সভায় থাকবে না  তৃণমূল, সিপিএম কংগ্রেস।

বাজপেয়ী স্মরণে থাকছে না তৃণমূল, সিপিএম কংগ্রেস

এই ব্যাপারটিকে তিনটি দলের মিলিত রাজনৈতিক সিদ্ধান্ত  হিসেবেই দেখছে বিজেপি।

কলকাতা:

প্রাক্তন প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর স্মরণ সভায় থাকবে না  তৃণমূল, সিপিএম কংগ্রেস। তিনটি দলেরই দাবি দিল্লির স্মরণসভায় তারা উপস্থিত ছিল। তাই এখানে থাকার প্রয়োজন নেই। তবে এই ব্যাপারটিকে তিনটি দলের মিলিত রাজনৈতিক সিদ্ধান্ত  হিসেবেই দেখছে বিজেপি। কিন্তু সে যুক্তি মানতে নারাজ অন্য দলগুলি। কাল বিকেলে মহাজাতি সদনে হবে স্মরণ সভা। সেখানে উপস্থিত থাকার জন্য তিনটি দলকেই আমন্ত্রণ জানায় বিজেপি। দলের রাজ্য নেতারা আলাদা আলাদা করে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে দেখা করতে যান। আমন্ত্রণ জানানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরিকে। কিন্তু কেউই আসছেন  না। 

বিধানসভার বাম পরিষদীয় দলনেতা  সুজন চক্রবর্তী এবং অধীর সংবাদ সংস্থা পিটিআই কে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। একই খবর মিলেছে তৃণমূল সূত্রেও। তবে এর মধ্যে রাজনীতি আছে বলে মনে করে বিজেপি । দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা জানিয়েছেন, আমরা প্রথম থেকেই বলে আসছি বিজেপি বিরোধিতার প্রশ্নে তৃণমূলের সঙ্গে সিপিএম এবং কংগ্রেসের কোনও ফারাক নেই।  সেটা আজ প্রমাণ হয়ে গেল। আগামী দিনে বাংলার মানুষের স্বার্থে আমরা এই আঁতাতের বিরুদ্ধে লড়ব।        

 

      

.