This Article is From Feb 12, 2020

রান্নার গ্যাসের দাম বাড়ানোয় কেন্দ্রের সমালোচনা তৃণমূল ও বামেদের

সিপিআই(এম) নেতা সুজন চক্রবর্তীর দাবি, ‘‘যেহেতু মানুষ ওদের ভোট দেয়নি, তাই ওরা তাদের শাস্তি দিতে চাইছে এলপিজির দাম বাড়িয়ে।’’

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

আবারও দাম বেড়েছে রান্নার গ্যাসের।

Highlights

  • ১৪.২ কেজির সিলিন্ডারের মূল্য বাড়ল ১৪৪.৫ টাকা
  • গ্যাসের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে বিজেপি সরকারকে বিঁধল তৃণমূল কংগ্রেস
  • সিপিআই(এম)-ও এই ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেছে

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিকে (LPG Price Hike) কেন্দ্র করে বিজেপি সরকারকে (BJP Goverment) বিঁধল তৃণমূল কংগ্রেস (TMC) ও সিপিআই(এম) (CPIM)। তাদের দাবি, দিল্লি বিধানসভা নির্বাচনের ভরাডুবির কারণে প্রতিহিংসাবশতই এমন মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ১৪.২ কেজির সিলিন্ডারের মূল্য ১৪৪.৫ টাকা বেড়ে ৮৫৮.৫০ টাকা হল। বিশ্বব্যাপী জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে মূল্য বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু সিপিআই(এম) নেতা সুজন চক্রবর্তীর দাবি, ‘‘ওরা দিল্লি বিধানসভা নির্বাচন‌ে পরাজয়ের বদলা নিতে চাইছে। যেহেতু মানুষ ওদের ভোট দেয়নি, তাই ওরা তাদের শাস্তি দিতে চাইছে এলপিজির দাম বাড়িয়ে।''

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলছেন, ‘‘বিজেপি একটি জনবিরোধী দল। এবং তাদের সিদ্ধান্ত ও নীতি থেকে তা প্রতিফলিত হয়। একাধিক বিধানসভা নির্বাচনে পরাজয় থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত।''

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানাচ্ছেন, এলপিজির মূল্যবৃদ্ধির সঙ্গে দিল্লির ফলাফলের কোনও সম্পর্ক নেই। তিনি জানিয়েছেন, ‘‘এলপিজির দাম পর্যাক্রমে বাড়ে বা কমে। নির্বাচন বা নির্বাচনের ফলাফলের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।''

Advertisement

মঙ্গলবার প্রকাশিত হয়েছে দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল। নির্বাচনে ৭০টি আসনের মধ্যে ৬২টিতে জয়ী হয় আম আদমি পার্টি। বিজেপিকে সন্তুষ্ট থাকতে হয় মাত্র আটটি আসন পেয়ে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement