This Article is From Nov 22, 2018

ভাঙা হল জম্মু কাশ্মীর বিধানসভা,সংবিধানে শ্রদ্ধা নেই বিজেপির, দাবি তৃণমূলের

তৃণমূল সুপ্রিমো মমতা  বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন নিজেদের মধ্যে  থাকা দূরত্ব ভুলে  গিয়ে একযোগে সরকার গড়ার কথা ভাবুক  উপত্যকার রাজনৈতিক দল গুলি।

Advertisement
অল ইন্ডিয়া

গত জুন মাসে  উপত্যকার সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে বিজেপি।

Highlights

  • জম্মু কাশ্মীরের বিধানসভা ভঙ্গ করার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল
  • এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে
  • খবর প্রকাশ্যে আসতেই বুধবার রাতে প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল
কলকাতা:

জম্মু  কাশ্মীরের বিধানসভা ভঙ্গ করার সিদ্ধান্ত  নিয়েছেন রাজ্যপাল সত্যপাল মালিক।  বিরোধীদের এক জোট হয়ে  সরকার গঠনের  তৎপরতার  মাঝেই  রাজ্যপালের এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে  তীব্র  প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। খবর প্রকাশ্যে আসতেই বুধবার রাতে প্রতিক্রিয়া  দিয়েছে  তৃণমূল। এ রাজ্যের  শাসক দলের নেতাদের অনুমান কাশ্মীরের মানুষ বা দেশের সংবিধানের প্রতি কোনওটির প্রতিই বিজেপি শ্রদ্ধাশীল নয়। তৃণমূলের রাজ্যসভার সাংসদ  ডেরেক ও ব্রায়েন জানিয়েছেন বিজেপির মনোভাব এর থেকে  স্পষ্ট হচ্ছে।


কে গড়বে সরকার, লড়াইয়ের মধ্যেই জম্মু-কাশ্মীরে বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

গত জুন মাসে  উপত্যকার সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে বিজেপি। তার আগে  পর্যন্ত মুখ্যমন্ত্রী  মেহেবুবা মুফতির সঙ্গে  সরকার চালাচ্ছিল  কেন্দ্রের শাসক দল। কয়েকটি বিষয়  গোলমাল বাধায় সরকার ছাড়ার সিদ্ধান্ত নেয় বিজেপি। তখন থেকে  কাশ্মীরে  রাজ্যপাল শাসন চলছে। আগামী মাসের মাঝামাঝি প্রথম দফার রাজ্যপাল  শাসন শেষ হওয়ার কথা। তার আগে বিরোধী  দলগুলি  জোট করে  সরকার গঠন করতে  সম্মত হয়। তার আগেই বিধানসভা  ভঙ্গ  করলেন রাজ্যপাল। 

Advertisement

আন্দামানের সংরক্ষিত দ্বীপে যেতে মৎস্যজীবীদের ২৫ হাজার টাকা দিয়েছিলেন মৃত পর্যটক

তৃণমূলের এক নেতা  সংবাদ সংস্থা পিটিআইকে জানান  তৃণমূল সুপ্রিমো মমতা  বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন নিজেদের মধ্যে  থাকা দূরত্ব ভুলে  গিয়ে একযোগে সরকার গড়ার কথা ভাবুক  উপত্যকার রাজনৈতিক দল গুলি। যদিও সেই নেতা নিজের নাম জানাতে  চাননি। যাই হোক বুধবার সকাল  থেকে  তৎপরতা শুরু হয় কাশ্মীরে। বিরোধীদের এক জোট  হওয়ার খবর মেলে। পরে ন্যাশনাল  কনফারেন্সের নেতা সাজিদ লোন জানিয়েদেন  বিজেপির ২৫ জন  বিধায়ক বিরোধীদের সঙ্গে  আছেন। এরই মাঝে  ভঙ্গ  হয়ে  যায় কাশ্মীর বিধানসভা। পরিস্থিতি যা তাতে বছরের শেষ মাস থেকেই আবার নতুন  করে কেন্দ্রীয় শাসন শুরু হবে কাশ্মীরে।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement
Advertisement