This Article is From Nov 02, 2018

অসমে জঙ্গিদের হাতে পাঁচ বাঙালির মৃত্যুর ঘটনায় রাজ্য জুড়ে পথে নামল তৃণমূল

অসমে জঙ্গি সংগঠনের হাতে পাঁচ বাঙালির মৃত্যুর ঘটনায় পথে নামল তৃণমূল। দলের  নেতাদের পথে নামার  নির্দেশ দেন  দলনেত্রী।

Advertisement
অল ইন্ডিয়া

এদিকে ওই ঘটনার পর থেকে অপরাধীদের সন্ধানে   তল্লাশি শুরু করেছে জঙ্গিরা।

Highlights

  • পাঁচ বাঙালির মৃত্যুর ঘটনায় পথে নামল তৃণমূল
  • যাদুবপুরে কালো কাপড় মুখে বেঁধে মিছিল করল তৃণমূল
  • জলপাইগুড়ি থেকে শুরু করে কোচবিহারেও মিছিল করল তৃণমূল
কলকাতা:

অসমে জঙ্গি সংগঠনের হাতে পাঁচ বাঙালির মৃত্যুর ঘটনায় পথে নামল তৃণমূল। দলের  নেতাদের পথে নামার  নির্দেশ দেন  দলনেত্রী। সেই মতো শুক্রবার রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল হল। মমতা  বন্দ্যোপাধ্যায় জানান কলকাতা এবং   শিলিগুড়িতে কেন্দ্রীয় মিছিল হবে। সেই মতো পথে নামল তৃণমূল। কলকাতার মিছিলে নেতৃত্বে সাংসদ  অভিষেক বন্দ্যোপাধ্যায় ।  এ ছাড়া  জলপাইগুড়ি থেকে শুরু করে  কোচবিহারেও  মিছিল হয়।যাদবপুরে  মুখে  কালো কাপড় বেঁধে মিছিল হল।     

 জঙ্গি হানায় অসমে মৃত পাঁচ বাঙালি, আততায়ীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনা

অসমে বাঙালি খুনের প্রতিবাদ করলেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন এই ঘটনার কারণ কি এনআরসি ?  সম্প্রতি অসমে নাগরিক তালিকার চূড়ান্ত খসড়া  প্রকাশিত হয়। সেখানে দেখা যায়  বহু বাঙালির নাম বাদ পড়েছে। সেই প্রসঙ্গই টেনে   আনলেন মমতা। খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই টুইট করেন তৃণমূল সুপ্রিমো । সেখানে  তিনি  লেখেন অসম থেকে ভয়াবহ খবর পাওয়া যাচ্ছে। দুঃখ প্রকাশের ভাষা নেই। এই ঘটনা কি এনআরসি-র  ফলশ্রুতিতে ঘটেছে? অপরাধীদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করতে হবে।

Advertisement

বাঙালি খুনের নেপথ্যে কি এনআরসি? প্রশ্ন মমতার

এদিকে ওই ঘটনার পর থেকে অপরাধীদের সন্ধানে   তল্লাশি শুরু করেছে জঙ্গিরা। পাশাপাশি স্থানীয়রাও পুলিশকে ঘটনার বিবরণ দিয়েছেন।                                                                                                                                                                                                                   

Advertisement
Advertisement