This Article is From Nov 18, 2018

বিজেপি বিরোধিতার প্রশ্নে তৃণমূলের সততার অভাব আছে দাবি সোমেনের

বিজেপি বিরোধী শক্তি হিসেবে তৃণমূলের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।

বিজেপি বিরোধিতার প্রশ্নে তৃণমূলের সততার অভাব আছে দাবি সোমেনের

 এর আগে  প্রদেশ সভাপতি বলেছিলেন, কংগ্রেস পরগাছা নয় বটগাছ।

হাইলাইটস

  • বিজেপি বিরোধিতার প্রশ্নে তৃণমূলের সততার অভাব আছে দাবি সোমেনের
  • তাঁর মতে অতীতের একাধিক ঘটনা থেকে এই সমীকরণ স্পষ্ট হয়
  • আগে প্রদেশ সভাপতি বলেছিলেন, কংগ্রেস পরগাছা নয় বটগাছ
কলকাতা:

বিজেপি বিরোধী শক্তি হিসেবে তৃণমূলের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তাঁর মতে অতীতের একাধিক ঘটনা থেকে স্পষ্ট  বিজেপি বিরোধিতার প্রশ্নে তৃণমূলের সততার অভাব আছে। আর তাই জাতীয় স্তরে  কংগ্রেস যখনই কোনও  প্রতিবাদ সভার ডাক  দিয়েছে তখনই হয় তৃণমূল অনুপস্থিত থেকেছে নয়ত  সাংসদ পাঠিয়ে কর্তব্য সেরেছে। প্রদেশ সভাপতি বলেন নোটবন্দি নিয়ে বিজেপির বিরুদ্ধে তৃণমূল সুর  চড়িয়েছিল। কিন্তু দুই সাংসদ ( সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস পাল) গ্রেফতার হওয়ার পরই নোটবন্দির প্রশ্নে সুর নরম করে তৃণমূল। রাফাল দুর্নীতি নিয়েও তৃণমূল  ভারসাম্য রেখে  চলেছে  বলে  দাবি প্রদেশ সভাপতির। এর আগে  প্রদেশ সভাপতি বলেছিলেন, কংগ্রেস পরগাছা নয় বটগাছ। আর তাই লোকসভা  নির্বাচনে কারও সঙ্গে জোট  হলে আমরা নিজেদের স্বার্থ ত্যাগ  করবো না। জোটে না গিয়ে একা  লড়লে নিজেদের শক্তি বুঝতে পারা যাবে। আমি এক লড়ার পক্ষে।

কাজ না করে শুধুই বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, কেন্দ্র- রাজ্যকে একযোগে আক্রমণ গৌরব গগৈয়ের

 রাজ্যের শাসক দল তৃণমূলের সঙ্গে  কংগ্রেসের  জোট হতে  পারে  বলে গত বেশ কয়েকদিন ধরেই চর্চা চলছে রাজনৈতিক মহলে। এবার সে প্রসঙ্গেই প্রদেশ কংগ্রেসের এই প্রবীণ নেতা  জানালেন স্বার্থ ত্যাগ করে  জোট  করবে  না  কংগ্রেস। দুর্গা পুজোর আগে রাজ্যে এসে একথাই জানিয়েছিলেন দলের কেন্দ্রীয় নেতা তথা প্রাক্তন মন্ত্রী সলমন খুরশিদ। একই সঙ্গে  তিনি জানালেন অন্য কোনও দল এটা করুক সেটাও চায় না কংগ্রেস। অন্যদিকে, গত বিধানসভা নির্বাচনে  বামেদের হাত ধরে কংগ্রেস । তাতে ফল ভাল হয়নি। কংগ্রেসের আসন সংখ্যা বাড়লেও রাজ্যে পালা  বদল হয়নি। সে প্রসঙ্গে  প্রদেশ সভাপতি বলেন আমরা কেন বামেদের হাত ধরে ছিলাম, সেটা  রাজ্যের মানুষ  বোঝেনি। সাড়ে তিন দশক ধরে যে দুটি শক্তি নিজেদের মধ্যে  লড়াই করে এসেছে তারা বন্ধু হল কী করে তা রাজ্যের মানুষ বোঝানো যায় নি বলে মনে করেন প্রদেশ সভাপতি।

                                                                                                            



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.