Read in English
This Article is From Mar 02, 2020

তৃণমূলের নতুন জনসংযোগ কর্মসূচি ‘বাংলার গর্ব মমতা’

সামনেই পুরসভা নির্বাচন। সেই নির্বাচন ও ২০২১ সালের বিধানসভা নির্বাচনের দিকে চোখ রেখেই এই কর্মসূচির পরিকল্পনা।

Advertisement
অল ইন্ডিয়া Edited by

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee) সোমবার দলের নতুন জনসংযোগ কর্মসূচির সূচনা করলেন।

Highlights

  • তৃণমূলের নতুন জনসংযোগ কর্মসূচি ‘বাংলার গর্ব মমতা’
  • ‘দিদিকে বলো’র পর এবার শুরু নতুন কর্মসূচি
  • আসন্ন পুর নির্বাচন ও বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে এই পরিকল্পনা

রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee) সোমবার দলের নতুন জনসংযোগ কর্মসূচির সূচনা করলেন। এই কর্মসূচির নাম ‘বাংলার গর্ব মমতা' (Banglar Gorbo Mamata)। সামনেই পুরসভা নির্বাচন। সেই নির্বাচন ও ২০২১ সালের বিধানসভা নির্বাচনের দিকে চোখ রেখেই এই কর্মসূচির পরিকল্পনা। এই কর্মসূচি অনুযায়ী, রাজ্যের লক্ষাধিক তৃণমূল সমর্থক বিভিন্ন অঞ্চলে গিয়ে মানুষের সঙ্গে কথা বলবেন। তাঁদের বোঝাবেন, রাজ্যের উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কতটা গুরুত্বপূর্ণ। পাশাপাশি রাজ্যের সাম্প্রদায়িক ঐক্য বজায় রাখতে এবং পশ্চিমবঙ্গের উন্নতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের ক্ষমতায় থাকা কতটা প্রয়োজনীয় বোঝাবেন সেটাও। তৃণমূল কংগ্রেসের সূত্রে এমনটা জানা জানা যাচ্ছে।

বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর করার আবেদনে বুধবার সুপ্রিম কোর্টে শুনানি

টানা ৭৫ দিন চলবে তৃণমূলের এই বিশেষ জনসংযোগ কর্মসূচি ‘বাংলার গর্ব মমতা'। এর আগে গত জুলাই মাসে একটি হেল্পলাইন নম্বর ও একটি ওয়েবসাইট চালু করা হয় তৃণমূলের তরফে। নির্বাচনী কৌশলী প্রশান্ত কিশোরের পরামর্শে মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচি চালু করেন। নাম ‘দিদিকে বলো'।

Advertisement

অমিত শাহর সভায় যাওয়ার সময় ‘গোলি মারো' স্লোগান, গ্রেফতার তিন বিজেপি সমর্থক

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের পর প্রশান্ত কিশোরকে দলের নির্বাচনী কৌশলী হিসেবে নিয়োগ করা হয় তৃণমূলের তরফে।

Advertisement

‘দিদিকে বলো' কর্মসূচিটি বিপুল সাড়া ফেলেছে। সূত্রানুসারে, প্রথম মাসেই সাড়া দেন ১০ লক্ষ মানুষ। এবার নতুন পরিকল্পনা ‘বাংলার গর্ব মমতা'।

Advertisement

Advertisement