বর্তমানে চেন্নাইয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
চেন্নাই: এম করুণানিধির (M Karunanidhi) প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা (Tribute) জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Chief Minister) । মঙ্গলবার সন্ধ্যায় বিমানে করে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হন তৃণমূল নেত্রী, বুধবার সেখানে ডিএমকে-র মুরাসোলি কার্যালয়ে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী করুণানিধির একটি মূর্তি উন্মোচন করার কথা রয়েছে তাঁর (TMC Leader Mamata Banerjee)। "তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা" ট্যুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
সুষমা স্বরাজের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের
সূত্রের খবর ডিএমকের সভাপতি তথা করুণানিধির (M Karunanidhi) ছেলে এম কে স্টালিনের আমন্ত্রণ পেয়েই চেন্নাইয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। স্টালিন তৃণমূল নেত্রীকে আমন্ত্রণ জানানোর পাশাপাশি আমন্ত্রণ জানান পুদুচ্চেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণাস্বামী এবং তেলেগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নাইডু সহ বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে।
‘‘যেভাবে ৩৭০ ধারা বাতিল হল তা সাংবিধানিক অবৈধতা'': ডেরেক ও'ব্রায়েন
প্রয়াত করুণানিধির প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মরণসভায় যোগদানের জন্যেই আমন্ত্রণ জানানো হয় তাঁদের। ২০১৮ সালের ৭ অগাস্ট দীর্ঘ রোগভোগের পর মারা যান এম করুণানিধি।
.
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)