This Article is From Jun 05, 2019

সিসিটিভি বন্দি হত্যাদৃশ্য! তৃণমূল কাউন্সিলরকে খুন করল দুষ্কৃতীরা, ধৃত ২

দমদম  পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলরকে গতকাল রাতে বাইকে চেপে এসে গুলি করে পালায় আততায়ীরা। ঘটনায় দু'জনকে গ্রেফতার করল পুলিশ।

সিসিটিভি বন্দি হত্যাদৃশ্য! তৃণমূল কাউন্সিলরকে খুন করল দুষ্কৃতীরা, ধৃত ২

নেপথ্যে কোনও রাজনৈতিক সমীকরণ আছে  কিনা তা স্পষ্ট নয়।

হাইলাইটস

  • খোদ কলকাতায় আততায়ীর গুলিতে খুন হলেন তৃণমূল কাউন্সিলর
  • গতকাল রাতে বাইকে চেপে এসে গুলি করে পালায় তিন জন
  • হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন
কলকাতা:

খোদ কলকাতায়  আততায়ীর গুলিতে খুন  হলেন তৃণমূল কাউন্সিলর (TMC Councillor)  নির্মল কুণ্ডু  (Nirmal Kundu) । দমদম  পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলরকে গতকাল রাতে বাইকে চেপে এসে গুলি করে পালায় আততায়ীরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে  নিয়ে  যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের অনুমান গুলি লাগার অব্যবহিত পরেই তাঁর  মৃত্যু হয়েছে। কারা কেন তাঁকে খুন করল তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায়  উত্তর চব্বিশ পরগনার নিমতা থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে।এর নেপথ্যে কোনও রাজনৈতিক সমীকরণ আছে  কিনা তা স্পষ্ট নয়।  এমনিতেই উত্তর চব্বিশ পরগনায় তৃণমূল এবং বিজেপির মধ্যে এলাকা দখলের লড়াই তীব্র হয়েছে । তার সঙ্গে এই ঘটনার কোনও যোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। 

হামসে যো টাকরায়ে গা... ইদের শুভেচ্ছা জানিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ মমতার

এই উত্তর চব্বিশ পরগনাতেই রাজ্যের প্রথম পুরসভা দখল করেছে বিজেপি। তাছাড়া এই  জেলার ব্যারাকপুর লোকসভা আসন  দখল  করে চমকে দিয়েছে  বিজেপি। প্রায়  প্রতিদিনই রাজনৈতিক আক্রমণ প্রতি আক্রমণ চলছে দু-দলের নেতা-নেত্রীদের মধ্যে। আজ ইদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন,  হিন্দুরা ত্যাগের প্রতীক, মুসলমানরা ইমানের প্রতীক। খ্রিষ্টানরা ভালোবাসার প্রতীক। আর  শিখেরা   প্রতীক। এ নিয়েই আমাদের ভালোবাসার দেশ তৈরি হয়েছে। আর আমরা সেটিকে রক্ষা করব, এর পরেই মমতা লেখেন, ‘হামসে যো টাকরায় গা উয়ো চুর চুর হো জায়গা'।  কেউ খারাপ চাইলেই খারাপ হয় না। ঈশ্বর যা চান তাই হয়। যারা যত তাড়াতাড়ি ইভিএম দখল করেছে তারা ততো তাড়াতাড়ি দেশ থেকে বিদায় নেবে। কারও নাম না করলেও মমতা যে কেন্দ্রের শাসকদলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তা বুঝতে সমস্যা হয় না। পাল্টা রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক জানিয়েছেন ২০২১ সালের আগেই রাজ্যের তৃণমূল  সরকারের পতন হবে।   

প্রধানমন্ত্রীকে জয় বাংলা লেখা ১০ হাজার পোস্ট কার্ড পাঠাল তৃণমূল          

এরই মধ্যে আরও একবার খুন হলেন  তৃণমূল নেতা। লোকসভা  নির্বাচন শেষ হওয়ার পরও  রাজ্যে  এ ধবনের ঘটনা ঘটেছে। বিজেপির দাবি রানাঘাটে তাদের দলীয় কর্মীকে খুন করেছে তৃণমূল। এবার  শাসক দলের নেতাকেই খুনের অভিযোগ উঠল। তবে এর নেপথ্যে রাজনীতি আছে  কিনা তা এখনও স্পষ্ট নয়।

.