This Article is From Aug 28, 2019

রাজ্যের তৃণমূল নেতারা দিল্লিতে রাজনৈতিক পর্যটনে বেরিয়েছেন: দিলীপ ঘোষ

২০১৯ লোকসভা নির্বাচনের আগেও এবং বিশেষ করে বিজেপির বাংলায় ঘাঁটি মজবুত হওয়ার পর থেকেই বেশ কয়েকজন বিধায়ক এবং নেতারা গেরুয়া শিবিরে যোগদান করেছেন।

রাজ্যের তৃণমূল নেতারা দিল্লিতে রাজনৈতিক পর্যটনে বেরিয়েছেন: দিলীপ ঘোষ
কলকাতা:

নির্বাচনের ফলাফল দেখে জোড়াফুল (TMC) থেকে পদ্মফুলে (BJP) রঙ বদলে নিয়েছেন রাজ্যের শসকদলের অনেক নেতা কর্মীরাই। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের এই দলবদলকে রাজনৈতিক পর্যটন বলে কার্যত ব্যঙ্গই করলেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তৃণমূলের সমালোচনা করে দিলীপ জানিয়েছেন, তৃণমূল নেতারা ‘রাজনৈতিক পর্যটনের' অংশ হিসাবেই নয়াদিল্লিতে গেরুয়া দলের কার্যালয়ে যাচ্ছেন ও যোগ দিচ্ছেন। দিলীপ ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) বলতেন যে বিজেপি ৭০০ কোটি টাকা ব্যয় করে নয়াদিল্লিতে তাদের দলীয় সদর দফতর তৈরি করেছে। এখন তৃণমূলের নেতারা নিয়মিতই সেই বিজেপি কার্যালয়ে আসছেন এবং দলে যোগ দিচ্ছেন। আসলে তৃণমূল নেতারা রাজনৈতিক পর্যটন শুরু করেছেন।” 

‘তৃণমূল মারলে পুলিশকেও ধরে মারুন', বিজেপি কর্মীদের নির্দেশ দিলীপ ঘোষের

২০১৯ লোকসভা নির্বাচনের আগেও এবং বিশেষ করে বিজেপির বাংলায় ঘাঁটি মজবুত হওয়ার পর থেকেই বেশ কয়েকজন বিধায়ক এবং নেতারা গেরুয়া শিবিরে যোগদান করেছেন। সেই বিষয়টি মাথায় রেখেই এই মন্তব্য করেছিলেন দিলীপ। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে তৃণমূলের সাতজন বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন।

গণপিটুনি রুখতে বিল আনছে রাজ্য সরকার

অন্যদিকে, দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের সংসদীয় বিষয়ক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও সাক্ষাৎ করেন। বিজেপির সমস্ত বিধায়ককে বিধানসভায় একসঙ্গে বসতে দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.