ইসলামপুরের ঘটনায় বিজেপি এবং আরএসএসকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রীও।
হাইলাইটস
- রাজ্যকে সচল রাখতে আজ দুপুরে তৃণমূল ভবনে বৈঠকে বসছেন পার্থ
- মন্ত্রিগোষ্ঠীর সদস্য থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত থাকবেন
- বনধও ব্যর্থ করতে সব ধরনের চেষ্টা করে প্রশাসন
কলকাতা: বিজেপির ডাকা ধর্মঘটকে ব্যর্থ করতে রাজ্যবাসীকে আহ্বান করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। পাশাপাশি বনধের দিন রাজ্যকে সচল রাখতে আজ দুপুরে তৃণমূল ভবনে বৈঠকে বসছেন পার্থ। মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে কাজ সামালতে তৈরি মন্ত্রিগোষ্ঠীর সদস্য থেকে শুরু করে দলের বিভিন্ন স্তরের নেতারা সেখানে উপস্থিত থাকবেন। ক্ষমতায় আসার পর থেকেই বনধ বা ধর্মঘটের মতো ঘটনা প্রসঙ্গে কড়া মনোভাব নিয়েছে তৃণমূল। নিজেরা বনধ ডাকা বন্ধ করেছে। পাশাপাশি অন্য দলের ডাকা বনধও ব্যর্থ করতে সব ধরনের চেষ্টা করে প্রশাসন। সেভাবেই ইসলামপুরের ঘটনা প্রসঙ্গে ডাকা বিজেপির বুধবারের বনধও ব্যর্থ করার ডাক দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী।
সাংবাদিকদের পার্থ বলেন, ইসলামপুরের ঘটনাকে সামনে রেখে বিজেপি (BJP) আবার বাংলাকে মৃত্যু মিছিলে পরিণত করা এবং উন্নয়নের কাজ স্তব্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে। তাঁদের সহযোগী কে রুখতে হবে আমাদের। তাঁর দাবি, বাইরে থেকে লোক নিয়ে এসে সুপরিকল্পিত ভাবে এমন ঘটনা ঘটিয়েছে। ইসলামপুরের স্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে তৈরি হওয়া গোলমালের সময় ভাঙচুর হয়েছিল। সেকথা উল্লেখ করে পার্থ বলেন এমন কোনও ঘটনা ছাত্ররা ঘটাতে ঘটাতে পারে না। যে ছাত্ররা স্কুলে শিক্ষক চেয়ে আন্দোলন করেন তারা কম্পিউটার ঘরে ভাঙচুর করবে এটা হতে পারে না।
এদিকে ইসলামপুরে দুই ছাত্রের মৃত্যুর জন্য বিজেপি এবং আরএসএসকে (RSS) দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (CM Mamata Banerjee)। পাশাপাশি তিনি জানিয়েদেন বাংলায় কোনও বনধ হচ্ছে না। শিল্প আনতে ইউরোপে গিয়ে এখন মিলানে আছেন মমতা। সেখানেই কলকাতার সাংবাদিকদের তিনি জানান ইসলামপুরে ছাত্র মৃত্যুর দায় নিতে হবে বিজেপি এবং আরএসএসকেই। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট তুলে ধরে তিনি দাবি করেন যে ধরনের গুলিতে দুজনের মৃত্যু হয়েছে তা পুলিশ ব্যবহার করে না। তাই তাঁর মনে হয় অশান্তি সৃষ্টি করতেই এমন কান্ড ঘটিয়েছে বিজেপি এবং আরএসএস। একই সঙ্গে ছাত্রদের ভুমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা। স্কুলে কোন শিক্ষক নিয়োগ হবে তা ঠিক করা ছাত্রদের অধিকার নয়।